সবচেয়ে বেশি আয়ের ৯ লেখক-লেখিকা
২০১৫ সালের জুন থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত যাঁদের আয় সবচেয়ে বেশি ছিল তাঁদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস৷ অবশ্য তারা তথ্য নিয়েছে গবেষণা প্রতিষ্ঠান নেলসন থেকে৷
প্রথম: জেমস পেটারসন (৯৫ মিলিয়ন ডলার)
টানা তিনবার তাঁর নাম তালিকার শীর্ষে আছে৷ শুধু তাই নয়, দ্বিতীয়জনের সঙ্গে পেটারসনের আয়ের ফারাক ৭৫ মিলিয়ন ডলারেরও বেশি৷ ফিকশন, নন-ফিকশন, থ্রিলার, রোমান্স, শিশুতোষ সব ধরনের উপন্যাস লেখেন তিনি৷ গিনেস রেকর্ডেও নাম আছে তাঁর৷ কারণ তিনিই প্রথম লেখক যাঁর এক মিলিয়ন ই-বই বিক্রি হয়েছে৷
দ্বিতীয়: জেফ কিনি (১৯.৫ মিলিয়ন ডলার)
ছোটদের জন্য ‘ডায়রি অফ এ উইম্পি কিড’ লিখে জনপ্রিয় হয়েছেন তিনি৷ তবে বই লেখা ছাড়াও তিনি গেম ডিজাইনার, কার্টুনিস্ট, প্রডিউসার, অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা হিসেবে কাজ করেন৷ প্রিন্ট করা বই, ই-বই আর অডিও বইয়ের হিসাব ধরে তালিকা তৈরি করেছে ফোর্বস৷
তৃতীয়: জে. কে. রাউলিং (১৯ মিলিয়ন ডলার)
হ্যারি পটার সিরিজের এই লেখিকাকে বোধ হয় নতুন করে পরিচয় করিয়ে দেয়ার প্রয়োজন নেই৷ রাউলিংয়ের ফ্যান্টাসি উপন্যাস থেকে নির্মিত হ্যারি পটার সিরিজের মুভিগুলো বেশ ব্যবসা সফল হয়েছে৷ সেখান থেকে লাভের একটি অংশ পেয়েছেন লেখিকাও৷ তালিকায় স্থান পাওয়াদের আয়ের একটি উল্লেখযোগ্য অংশ এসেছে এভাবে৷
চতুর্থ: জন গ্রিশাম (১৮ মিলিয়ন ডলার)
তিনি একাধারে লেখক, আইনজীবী, রাজনীতিক ও অ্যাক্টিভিস্ট৷ তাঁর লিগ্যাল থ্রিলারগুলো বেশ জনপ্রিয়৷ ৪২টি ভাষায় তাঁর বই অনূদিত হয়েছে৷
পঞ্চম: স্টেফেন কিং (১৫ মিলিয়ন ডলার)
হরর, সুপারন্যাচারাল ফিকশন, সাসপেন্স, সায়েন্স ফিকশন আর ফ্যান্টাসি লেখক কিং-এর অনেক বই নিয়ে টেলিভিশন শো, সিরিজ, ফিচার ফিল্ম নির্মিত হয়েছে৷
পঞ্চম: ডানিয়েলে স্টিল (১৫ মিলিয়ন ডলার)
মার্কিন এই লেখকের উপন্যাসে সাধারণত ধনি পরিবারের সংকটের কথা থাকে৷ শিশুদের নিয়ে লেখা বইও আছে তাঁর৷ ২৮টি ভাষায় তাঁর বই অনূদিত হয়েছে৷
পঞ্চম: নোরা রবার্টস (১৫ মিলিয়ন ডলার)
বছরে গড়ে পাঁচটি বই লেখেন তিনি৷ তাঁর লেখা রোম্যান্স আর ক্রাইম নভেলগুলোর প্রিন্ট সংস্করণের বিক্রি কমে গেলেও ইবুক আকারে বিক্রি ভালোই চলছে৷
অষ্টম: ই. এল. জেমস (১৪ মিলিয়ন ডলার)
‘ফিফটি শেডস’ সিরিজের উপন্যাস লিখে বিখ্যাত হয়েছেন এরিকা মিচেল, যিনি ই. এল. জেমস নামে পরিচিত৷ ২০১১ সালে ‘ফিফটি শেডস অফ গ্রে’ নামে যৌনকামনা উদ্রেগকারী নভেল দিয়ে শুরু৷ এরপর একে একে প্রকাশিত হয়েছে ‘ফিফটি শেডস ডার্কার’, ‘ফিফটি শেডস ফ্রিড’ এবং ‘গ্রে: ফিফটি শেডস অফ গ্রে অ্যাজ টোল্ড বাই ক্রিস্টিয়ান’৷
নবম: পাউলা হকিনস (১০ মিলিয়ন ডলার)
৪৪ বছর বয়সি এই ব্রিটিশ লেখিকা ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ উপন্যাসের জন্য সবচেয়ে বেশি পরিচিত৷ এই সাইকোলজিক্যাল থ্রিলার নিয়ে ২০১৬ সালে একটি মুভিও নির্মিত হয়েছে৷