বাঁচাবে ফুল আর মোমবাতি
১৮ নভেম্বর ২০১৫শিল্প-সাহিত্যের শহর থেকে প্যারিস হঠাৎই যেন হয়ে গেছে আতঙ্কের শহর, গুপ্ত ঘাতকের শহর৷ সবার মনে অশুভ শক্তির ভয়৷ না জানি কখন আবার শুরু হয় হত্যাযজ্ঞ!
শিশুদেরও আনন্দ কেড়ে নিয়েছে এই ভয়৷
ইউটিউব-এর এই ভিডিওর তরুণ বাবা তাঁর আদরের সন্তানকে নিয়ে সন্ত্রাসী হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে বের হয়েছিলেন হামলার পরের দিন৷ প্যারিস তখনো থমথমে৷ কারো মুখে কথা নেই৷ হাসি নেই৷ সব মুখ যেন শোকে পাথর৷
টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিক এক শিশুর প্রতিক্রিয়া জানতে গিয়ে হয়ে গেলেন অবাক শ্রোতা৷
‘‘(প্যারিসে) কী হয়েছে, তা কি তুমি বোঝো? বলতে পারো, লোকগুলো কেন এমন করেছে?''
শিশুটির উত্তর, ‘‘হ্যাঁ, জানি৷ এমন করেছে, কারণ, ওরা খুব খু-উ-উ-ব খারাপ৷ খারাপ ছেলেরা মোটেই ভালো না৷ এবং আমাদের খুব সাবধান হতে হবে৷ আমাদের বাড়ি বদলাতে হবে৷''
সন্তানকে এত ভয় পেতে দেখে সাহস জোগাতেই বাবা বললেন, ‘‘ না না, ভেবো না, আমাদের কোথাও যেতে হবে না৷ ফ্রান্স তো আমাদের বাড়ি৷ ''
এইটুকুতে ভয় কাটে না৷ তাই ছেলে বলে, ‘‘ কিন্তু বাবা, এখানে তো অনেক খারাপ ছেলে...৷''
- হ্যাঁ, খারাপ ছেলে তো সব জায়গাতেই আছে৷
ওদের তো বন্দুক আছে৷ ওরা তো আমাদের গুলি করে দিতে পারে, কারণ, ওরা খুব খারাপ, বাবা!
- ঠিক আছে৷ ওদের না হয় বন্দুক আছে, কিন্তু আমাদের তো ফুল আছে!
কিন্তু ফুল তো কিছু করতে পারে না৷ তারা... তারা....
- পারে তো, ফুলও কিছু করতে পারে৷ ওই যে দেখো সবাই ফুল দিচ্ছে... বন্দুকের বিরুদ্ধে লড়াই করতেই ওরা ফুল দিচ্ছে৷
সবাইকে রক্ষা করার জন্য ফুল দিচ্ছে?
- ঠিক তাই...
মোমবাতিগুলোও?
- হ্যাঁ, ওইগুলো কাল যারা হারিয়ে গেছে তাঁদের স্মরণ করার জন্য দেয়া হচ্ছে৷
ফুল আর মোমবাতি আমাদের রক্ষা করার জন্য দেয়া হচ্ছে?
- হ্যাঁ৷
এই পর্যায়ে শিশুটির কাছে সাংবাদিক জানতে চান, ‘‘এখন কি তোমার একটু ভালো লাগছে?''
জবাবে শিশুটি বলে, ‘‘হ্যাঁ৷'' বাবার কথায় সাহস পেয়েছে সে, তারও তখন মনে হচ্ছে, ফুল আর মোমবাতিই সবাইকে রক্ষা করবে!