সম-অধিকারের দাবি
১ ডিসেম্বর ২০১৩বর্ণিল পতাকা হাতে নিয়ে গান গেয়ে সমকামিতার বিরুদ্ধে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের অঙ্গীকার জানিয়েছে ভারতের সমকামীরা৷ রবিবার রাজধানী নতুন দিল্লির যন্তরমন্তরে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়৷ তবে এর আগে দেশের বহু সমকামী মানুষ এবং তাঁদের পক্ষের সংগঠন ও পরিবারের সদস্যরা প্রতিবাদী মিছিল করেন৷ সমকামিতার বিরুদ্ধে নেতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতিবাদ জানান তাঁরা৷ সেই সাথে দাবি জানান সম-অধিকারেরও৷
একটি মানবাধিকার সংগঠন ৫০ ফুট লম্বা একটি ব্যানার নিয়ে উপস্থিত হয় সেই সমাবেশে৷ সমাবেশ দেখতে যেসব মানুষ উপস্থিত হয়েছিলেন, তাঁদের হাতে রঙিন পতাকা তুলে দেন বিক্ষোভকারীরা৷ অনেক আন্দোলনকারী আবার সমাবেশে যোগ দিয়ে একাত্মতা জানান সমকামী সম্প্রদায়ের প্রতি৷
একটি বিজ্ঞাপন সংস্থার সাবেক নির্বাহী অশোক চৌহান জানান, তিনি এই সম্প্রদায়ের প্রতি সমর্থন জানাতে তাঁদের সাথে ৮ কিলোমিটার পথ সাইকেল চালিয়েছেন৷
সরকারি নথিপত্র এবং জাতীয় পরিচয়-পত্রে নিজেদের লিঙ্গের অনুমোদন চেয়েছেন ভারতের সমকামীরা৷ ২০০৯ সালে দিল্লি হাইকোর্ট সমকামিতার উপর থেকে অপরাধযোগ্য কর্মকাণ্ড তকমাটা উঠিয়ে নেয়৷ এর আগ পর্যন্ত সমকামী প্রমাণ হলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হতো ভারতে৷
কিন্তু বর্তমানে ভারতের বড় শহরগুলোতে সমকামিতা গ্রহণযোগ্যতা পাচ্ছে৷ এমনকি বলিউডের অনেক চলচ্চিত্রে বিষয়টিকে গুরুত্বের সাথে উপস্থাপন করা হচ্ছে৷
এপিবি/ডিজি (এপি, এএফপি)