1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সমকামিতা অপরাধ নয়’

৬ সেপ্টেম্বর ২০১৮

সমকামিতার ওপর ঔপনিবেশিক আমলে জারি করা নিষেধাজ্ঞার বিরুদ্ধে রায় দিলো ভারতের সুপ্রিম কোর্ট৷ আদালত বলছে, এই আইনকে ‘সমকামীদের ওপর নির্যাতনের হাতিয়ার' হিসেবে ব্যবহার করা হচ্ছে৷

https://p.dw.com/p/34PZk
ছবি: Getty Images/AFP/A. Sankar

এই রায়ের ফলে ১৪৬ বছরের পুরনো একটি আইন আর কার্যকর থাকলো না৷ আইনটি ৩৭৭ ধারা নামে বেশি পরিচিত৷ এই রায়ের আগ পর্যন্ত সমকামের শাস্তি ছিল ১০ বছরের কারাদণ্ড৷ আদালত বলছে, ভারতের সংবিধানের সাথে এই আইন সামঞ্জস্যপূর্ণ নয়৷

ঐতিহাসিক এই রায় ঘোষণার সময় প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেন, ‘‘এই আইন দেশের সমকামীদের জন্য একটি নির্যাতনের হাতিয়ারে পরিণত হয়েছে৷’’

পাঁচ ব্যক্তির করা পিটিশনের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এই রায় এলো৷ আদালতে দায়ের করা পিটিশনে অভিযোগ করেন, তাঁরা হয়রানি ও পুলিশি নির্যাতনের আশংকায় দিন কাটাচ্ছেন৷

দীর্ঘদিন ধরে সমকামীদের অধিকার নিয়ে কাজ করে আসা অ্যাক্টিভিস্টরা এই রায়কে স্বাগত জানিয়েছেন৷ হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান মীনাক্ষী গাঙ্গুলি ‘‘শত প্রতিকূলতা সত্ত্বেও যাঁরা এর পক্ষে লড়াই চালিয়ে গেছেন,’’ তাঁদের ধন্যবাদ জানান৷

বলিউডের চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক করণ জোহর এক টুইটে এই রায়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন৷ মানবতা ও সমঅধিকারের পক্ষে ভারত আরেকটু এগিয়ে গেল বলেও মনে করেন তিনি৷

২০০৯ সালে নয়াদিল্লির এক আদালত এই আইন বাতিল করে রায় দেয়৷ কিন্তু উগ্র ধর্মীয় সংগঠনগুলোর চাপের মুখে রাজ্যের সর্বোচ্চ আদালত ২০১৩ সালে এই রায় পালটে দিতে বাধ্য হয়৷

৩৭৭ ধারা অনুযায়ী ‘প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে পুরুষ, নারী বা পশুর সাথে যেকোনো ধরনের যৌন সম্পর্ক স্থাপনকে’ অপরাধ হিসেবে গণ্য করা হয়৷ সমকামিতাকে স্বীকৃতি দিলেও ‘পশুর সাথে যৌনকর্মকে’ অপরাধ হিসেবেই ঘোষণা করা হয়েছে রায়ে৷

এডিকে/এসিবি (রয়টার্স, ডিপিএ, এপি, এফপি)

প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে লিখুন নীচে মন্তব্যের ঘরে...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য