1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমকামিতা কী - স্কুলশিশুদের শেখাতে চাইছে ডাচরা

২৭ আগস্ট ২০১০

সমকামীদের অধিকার সুরক্ষার বিষয়টিতে আগে থেকেই এগিয়ে আছে নেদারল্যান্ডস৷ সমকামিতা কী - এবার স্কুলের পাঠ্যসূচিতেও রাখার কথা হচ্ছে৷ অর্থাৎ সচেতনতা তৈরি করতে হবে শৈশব থেকেই৷ যদিও দেশটির সবাই এখনো এ বিষয়টিতে সায় দিতে পারছে না৷

https://p.dw.com/p/OxLb
ছবি: picture-alliance/dpa

দু'জন বাবা একটি গিনিপিগ কিনতে গেলেন৷ এর দাম ১৭ ইউরো৷ দোকানি তাদেরকে শতকরা ২০ ভাগ মূল্য ছাড় দিল৷ তাহলে জনের বাবারা দোকানিকে কত টাকা দেবে ? অদূর ভবিষ্যতে নেদারল্যান্ডসের শিশুদের স্কুলে এই ধরনের অঙ্কই করতে হতে পারে৷ অন্তত সেই পরিকল্পনাই চলছে৷ এখানে দু'জন বাবা মানে ওই দম্পতি সমকামী৷ আর জন তাদের দত্তক সন্তান৷ ইউরোপের এই দেশটিতে এই দুটোই অনুমোদিত৷

বিশ্বে নেদারল্যান্ডসই প্রথম দেশ, যে দেশটি সমকামী বিয়ে মেনে নিয়েছে৷ এমনকি এই দেশটিই প্রথম পুরুষ ও নারী সমকামীদের সন্তান দত্তক নেওয়াকে অনুমোদন করেছে৷ এবার ডাচরা আরেক ধাপ এগোতে চাইছে৷ নিতে চাইছে তাদের পরবর্তী পদক্ষেপ৷ তা হল, সমকামিতার বিষয়ে সচেতনতা তৈরি করা জীবনের শুরু থেকেই৷ এই যুক্তি আমস্টারডামের মেয়র এবারহার্ড ফন ডার লানের৷ তিনি বললেন, ‘‘সমকামিতা বিষয়টিকে অবশ্যই আমাদের দৈনন্দিন জীবনের একটা স্বাভাবিক অংশ হিসেবে স্কুলগুলোতে তুলে ধরা উঁচিত৷'' ৫৫ বছর বয়সি লান পুরুষ সমকামীদের পক্ষে প্রচার চালাচ্ছেন৷ পাঁচটি সন্তান রয়েছে তাঁর৷ তিনি চান, তার সন্তানরাও স্কুলে এই বিষয়ে শিক্ষা নিক৷

Indien Delhi Oberste Gerichtshof Urteil Homosexuelle
ছবি: AP

লানের ডাকে সাড়া দিয়েছেন হল্যান্ডের সবচেয়ে বড় বই প্রকাশনা প্রতিষ্ঠান নর্ডহোফ ওউটখেফেরেই-এর পরিচালক ফ্রান্স গ্রেইসেনহুট৷ তিনি বললেন, ‘‘এখনকার স্কুলের বইগুলোতে এখানকার জীবনের প্রতিচ্ছবি দেখা যায় না৷'' তিনি উদাহরণ টেনে বলেন, যখন স্কুলের বইতে দেখানো হয়, একটা পরিবার ছুটির কোথাও যাচ্ছে, সেখানে বাবা-মা ও শিশুদের ছবি দেখা যায়৷ কিন্তু এখানে অন্য ধরনের পরিবারও রয়েছে৷

আর বেশিদিন দেরি নেই, যখন বইতে নেদারল্যান্ডসের একই লিঙ্গের বাবা বা মা'কে দেখা যাবে৷ দেশটির স্কুলবইগুলো নিয়ে এরই মধ্যে কথা উঠেছে নানা বর্ণ-জাতি-গোষ্ঠীর সমন্বয়ের ওই বৈচিত্র্যময় সমাজে৷ মুসলিম তরুণীদের বোঝাতে বইয়ে মাথায় স্কার্ফ পরা তরুণীদের ছবি রয়েছে৷ ‘‘একইভাবে আমরা সমকামিতার বিষয়টিতে শিশুদের মনোযোগ আকর্ষণ করতে চাই'', বললেন গ্রেইসেনহুট৷

‘হল্যান্ড অ্যাসোসিয়েশন ফর দ্য ইন্টিগ্রেশন অফ হোমোসেক্সুয়াল'-ও এ বিষয়টিকে স্বাগত জানিয়েছে৷ কিন্তু কোমলমতি শিশুদের পাঠ্যসূচিতে সমকামিতা অন্তর্ভুক্ত করার বিরোধিতাও আছে৷ ‘দ্য নেদারল্যান্ডস কালভিনিস্ট কমিউনিটি'র মতো ক্যাথলিকদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলো এই পরিকল্পনার কড়া সমালোচনা করছে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: মনিরুল ইসলাম