1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমকামী বিয়ে

১১ মার্চ ২০১২

ভারতে যখন সমকামী আইন নিয়ে চাপান উতোর চলছে, তখন পোপ বেনেডিক্ট সমকামী বিবাহ নিয়ে মুখ খুললেন৷ শোনা গেল খ্রিষ্টগুরুর হুঁশিয়ারি৷

https://p.dw.com/p/14Iv4
Pope Benedict XVI presides over a consistory in St. Peter's basilica at the Vatican, Saturday, Feb. 18, 2012. Pope Benedict XVI is bringing 22 new Catholic churchmen into the elite club of cardinals who will elect his successor amid signs the 84-year-old pontiff is slowing down. Benedict was presiding over a ceremony Saturday in St. Peter's Basilica to formally create the 22 cardinals, who include the archbishops of New York, Prague, Hong Kong and Toronto as well as the heads of several Vatican offices. (Foto:Andrew Medichini/AP/dapd)
ছবি: dapd

ব্রিটেন থেকে কয়েকজন উচ্চপর্যায়ের বিশপ গিয়েছিলেন ভ্যাটিকানে৷ উদ্দেশ্য, পোপ ষোড়শ বেনেডিক্টের সঙ্গে দেখা করা৷ তো, ক্যাথলিক খ্রিষ্টান ধর্মের উচ্চতম আসনে আসীন পোপ ষোড়শ বেনেডিক্ট সেই সাক্ষাৎকারে বিশপদের সামনে যা যা বলেছেন, তাতে দেখা যাচ্ছে, সমকামীদের বিবাহ ব্যাপারটা পোপকে বেশ চিন্তায় ফেলেছে৷ একের পর এক দেশ সমকামী বিবাহের অনুমোদন দিচ্ছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন আর মেরিল্যান্ড এই দুটি প্রদেশ সম্প্রতি সমকামী বিয়েতে সম্মতি জানিয়েছে৷ যদিও অন্য পাঁচটি মার্কিন প্রদেশ এই আইন মেনে নিতে রাজি হয়নি৷ পোপের মতে, খুব শক্তিশালী রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রভাব প্রথাগত বিবাহ ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চাইছে৷ এখনই সতর্ক না হলে সামনে বিপদ৷

Members of the homosexual, bisexual and transgender community hug each other during a celebration marking the first anniversary of an Indian court's ruling decriminalizing gay sex between consenting adults, in Mumbai, India, Friday, July 2, 2010. The Delhi High Court on July 2, 2009 struck down a law, Section 377 of the Indian Penal Code, that made sex between people of the same gender punishable by up to 10 years in prison. (ddp images/AP Photo/Rafiq Maqbool)
ভারতে সমকামীদের সংখ্যা বাড়ছেছবি: AP

বিবাহের মূল লক্ষ্য দুটি ভিন্ন লিঙ্গের মানুষের সম্পর্ক৷ যা সমাজ গঠনের সহায়ক৷ পোপ বলছেন, সমকামী বিবাহের মাধ্যমে সেই উদ্দেশ্য সিদ্ধ হয়না৷ সুতরাং তার সামাজিক স্বীকৃতি দেওয়ার অর্থ হল, সমাজকে ভুল পথে চালিত করা৷ এছাড়া বিবাহের আগে যৌন সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন পোপ ষোড়শ বেনেডিক্ট৷ তাঁর অভিমত, সমাজের শৃঙ্খলা এ ধরণের আচরণ বাড়তে থাকলে বিনষ্ট হয়ে যায়৷

ব্রিটিশ বিশপদের পোপ বলেছেন, দেশে ফিরে সমাজে তাঁরা যাতে এ বিষয়গুলি নিয়ে প্রচারণার কাজ শুরু করেন৷ প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য নীতিতে জন্ম নিয়ন্ত্রণের বড়িকে রাখার বিষয়ে ওবামা প্রশাসন সিদ্ধান্ত নিতে গেলে, সেদেশের বিশপরা এ বিষয়ে আপত্তি তোলেন৷ কারণ, খ্রিষ্টান ধর্মে সে বিষয়েও স্পষ্ট নির্দেশিকা রয়েছে৷ আপত্তির নির্দেশিকা৷ সমকামী বিবাহের বিরুদ্ধেও এবার বোঝা যাচ্ছে ক্যাথলিকরা আরও সোচ্চার হবেন৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য