1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমকামীদের উচিত শিক্ষা!

৩ মে ২০১৪

পাকিস্তানের এক ‘সিরিয়াল কিলার’ মোহাম্মদ ইজাজ সমকামীদের শিক্ষা দিতে তিন ব্যক্তিকে হত্যা করেছে৷ সম্প্রতি পুলিশ তাকে গ্রেপ্তার করার পর সে জানায়, সমকামীদের উচিত শিক্ষা দিতেই নাকি সে হত্যা করেছে তাদের৷

https://p.dw.com/p/1Bsll
কারাগারে আটক ‘সিরিয়াল কিলার’ মোহাম্মদ ইজাজছবি: Arif Ali/AFP/Getty Images

দুই সন্তানের জনক ২৮ বছর বয়সি ইজাজ স্বীকার করেছে যে, সে তিনজন সমকামীকে নির্মম ভাবে হত্যা করেছে৷ কারণ সে সমকামী রূপী শয়তানদের একটি বার্তা পৌঁছে দিতে চায়৷ যদিও পুলিশ বলছে তিনটি হত্যাকাণ্ডের আগে সে ঐ ব্যক্তিদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করেছে৷

লাহোরের পূর্বাঞ্চলে যেখানে সমকামী সম্প্রদায় বেশি, সেখানে তাঁদের মধ্যে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ কারণ তাঁদের ধারণা, ইসলাম ধর্ম্বালম্বী কট্টরপন্থিরা হয়ত ইজাজকে ‘হিরো' হিসেবে আখ্যা দেবেন৷ পাকিস্তানে সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ এবং এর জন্য ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে৷

রবিবার রাতে প্রিজন সেলে সংবাদ সংস্থা এএফপি-র সাংবাদিককে ইজাজ বলেন, সমাজে যেসব অনাচার চলছে তা বন্ধ করার উদ্যোগ নিয়েছে সে৷ আর সেজন্যই তাঁদের হত্যা করেছে৷ সে এও বলেছে যে, তার পথটি ঠিক নয়৷ এটা খুবই দুঃখের যে অনেকে তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন৷ কিন্তু সমকামীরা সমাজে অনাচার ছড়িয়ে দিচ্ছিল এবং তাই তার মনে হয়েছে এটা বন্ধ করা উচিত৷

পুলিশ অফিসার আসাদ সরফরাজ এ সব হত্যাকাণ্ডের তদন্ত দলের প্রধান৷ তিনি জানান, খুন তিনটি এ বছরের মার্চ ও এপ্রিল মাসে হয়েছে৷ এঁদের মধ্যে একজন মধ্যবয়স্ক অবসরপ্রাপ্ত মেজর এবং অন্য দু'জনের বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে৷ তিনজনেরই ঘাড় ভাঙা ছিল৷ নিহতদের মোবাইল ফোন থেকে তারা ইজাজের ফোন নম্বরও উদ্ধার করে৷

ইজাজ পুলিশকে জানিয়েছে, দুই মাস আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে সমকামীদের সাথে যোগাযোগ শুরু করে সে এবং দেখতে পায় যে, লাহোরে প্রচুর সমকামী রয়েছে৷ তারা একটা ভয়ঙ্কর রোগের মতো এটাকে সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে বলে জানায় সে৷

ইজাজ জানায়, তার বয়স যখন ১০ বছর, তখন তার চেয়ে বেশ বড় একটি ছেলে তার ওপর যৌন হয়রানি করেছিল৷ শৈশবের সেই অভিজ্ঞতা পরবর্তী জীবনে তাকে অসুখী করে তোলে৷ তখন থেকে সে এই ধরনের ব্যক্তিদের ঘৃণা করতে শুরু করে৷ তবে সমকামী সম্প্রদায়ের একজন দাবি করেন যে, বেশ কয়েক মাস ধরেই সমকামীদের সাথে চলাফেরা এবং তাদের সাথে দৈহিক সম্পর্কেও লিপ্ত হয়েছিল ইজাজ৷

এপিবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য