হামলার নিন্দা জানিয়ে বিপাকে
১৯ জুলাই ২০১৭জার্মানির রাজধানী বার্লিনে সোমবার এক সমকামী দম্পতির উপর হামলার ঘটনা ঘটে৷ প্রতক্ষ্যদর্শীদের ভাষ্যমতে, হামলকারীরা নিজেদের মধ্যে তুর্কি ভাষায় কথা বলেছিলেন৷ এই খবর নিজের ফেসবুক পাতায় শেয়ার করেন ‘ড্রাগ কুইন' নিনা কোয়্যার৷ খবরটির সঙ্গে নিজের মন্তব্য হিসেবে তিনি লেখেন, ‘‘তাদের এখনই বিতাড়িত করা হোক৷ সে তারা জার্মানিতে জন্ম নিক বা না নিক!''
তুর্কি ভাষায় কথা বলা তরুণরা সমকামী দম্পতিকে প্রথমে গালাগাল দেয় এবং এক পর্যায়ে তাঁদের একজনকে শারীরিকভাবে আঘাত করে৷ তখন আশেপাশের পথচারীরা তাদের বাধা দেন৷
নিনা কোয়্যারকে সম্প্রতি ‘টলারেন্স অ্যাম্বাসেডর' হিসেবে নিয়োগ দেয় জার্মানির সবচেয়ে পুরনো রাজনৈতিক দল এসপিডি৷ গতবছর বার্লিনে মেয়র নির্বাচনে মিশায়েল ম্যুলারকে সফলভাবে সহায়তা করেছিলেন নিনা৷ দলটির পোস্টারেও নিনার ছবি ব্যবহার করা হয়েছে৷ তবে সোমবার তাঁর ফেসবুক পোস্ট দেখে চটেছেন সেদলের কয়েক নেতা৷
রাজনীতিবিদ মার্কুস পাউৎসেনব্যার্গার নিনার সমালোচনা করে বলেছেন, ‘‘এ ধরনের বক্তব্য পুরোপুরি অগ্রহণযোগ্য৷ আমরা পরিষ্কারভাবে এই নিন্দনীয় মন্তব্য থেকে নিজেদের সরিয়ে নিচ্ছি৷''
এদিকে সমালোচনার মুখে আলোচিত ফেসবুক পোস্টের জন্য মঙ্গলবার ক্ষমা চেয়েছেন নিনা৷ সমকামীদের লাইফস্টাইল ম্যাগাজিন ব্লু-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘যাঁরা আমাকে ভুল বুঝেছেন এবং যাঁরা আমার বক্তব্যে আঘাত পেয়েছেন, তাঁদের কাছে আমি ক্ষমা চাচ্ছি৷ যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানেন যে আমি একজন বামপন্থি৷ বর্ণ, ধর্ম এবং বংশপরিচয় আমার কাছে পুরোপুরি অপ্রাসঙ্গিক৷ আমি হয়ত আমার পোস্টে অনেক বেশি বলে ফেলেছি৷''
তবে হামলকারীদের বিতাড়িত করতে বলায় যারা তাঁর সমালোচনা করছেন, তাঁদেরও একহাত নিয়েছেন তিনি৷ বার্লিনের একটি পত্রিকাকে তিনি বলেছেন, ‘‘সমকামীদের বিরুদ্ধে সহিংসতা বেড়ে যাওয়া বন্ধে উদ্যোগের বদলে আমাকে উলটো নাৎসি বলে গালমন্দ করা হচ্ছে৷''
প্রসঙ্গত, এর আগে ২০১১ সালে আফ্রিকানদের নিয়ে একটি লেখা লিখেও সমালোচনা মুখে পড়েন নিনা কোয়্যার৷ সেসময় তাঁর বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ উঠলেও এসপিডি তাঁর পাশে দাঁড়িয়েছিল৷
আলিস্টার ওয়াল্শ/এআই