তফসিল প্রত্যাহারের দাবি
২৬ নভেম্বর ২০১৩
বিরোধী দলের রাজপথ, নৌপথ এবং রেলপথ অবরোধের প্রথম দিন, মঙ্গলবার, সাতক্ষীরায় যুবলীগ নেতা মাহমুদ হাসান বাবু নিহত হন পিকেটারদের লাঠিপেটায়৷ তিনি মটর সাইকেল করে যাওয়ার সময় পিকেটাররা তাঁকে লাঠিপেটা করলে তিনি নিহত হন৷
কুমিল্লার লাকসামে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে বাচ্চু মিয়া নামে একজন রিকশা চালক গুলিবিদ্ধ হয়ে নিহত হন৷ এছাড়া, সিরাজগঞ্জে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষে লোকমান হোসেন নামে এক পথচারী নিহত হয়েছেন বলে প্রকাশ৷ জানা গেছে, টিয়ার শেল তাঁর বুকে আঘাত করলে তিনি নিহত হন৷ এদিকে বিকেলে বগুড়ায় বিএনপি এবং পুলিশের মধ্যে সংঘর্ষে অজ্ঞাত পরিচয় আরো একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷
এছাড়া দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ এবং নাশকতার ঘটনা ঘটেছে৷ তবে সবচেয়ে বেশি নাশকতার শিকার হয়েছে রেল যোগাযোগ৷ রেলগাড়িতে আগুন দেয়া ছাড়াও, দেশের বিভিন্ন স্থানে রেললাইন উপড়ে ফেলার খবর পাওয়া গেছে৷ হামলা করা হয়েছে বিভিন্ন রেল স্টেশনে৷ ময়মনসিংহ, ব্রাহ্মনবাড়িয়া, লালমনিরহাট ও গাজিপুরে এ ধরনের নাশকতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ৷ শধু তাই নয়, বগুড়া, ফেনী এবং চুয়াডাঙ্গার উপজেলা নির্বাচন অফিসে আগুন দেয়া হয়েছে বলেও জানা গেছে৷
বিএনপির যুগ্ম সম্পাদক রহুল কবির রিজভী অবরোধ সফল হয়েছে বলে দাবি করেছেন৷ তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচনের তফসিল প্রত্যাহারের দাবি জানিয়েছেন৷ নয়ত কঠোর আন্দোলনের মাধ্যমে তফসিল প্রত্যাহারে বাধ্য করা হবে বলে জানিয়েছেন তিনি৷ তিনি বলেন, কোনোভাবেই একতরফা নির্বাচন হতে দেয়া হবে না৷ নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে৷
ওদিকে নির্বাচনকালীন মন্ত্রিসভার সদস্য তোফায়েল আহেমেদ বলেছেন, আন্দোলনের নামে নাশকতা করে নির্বাচন বন্ধ করা যাবে না৷ তিনি বলেন, এখনো সময় আছে৷ তাই চাইলে, বিরোধী দল এখনও নাশকতা ছেড়ে নির্বাচনে অংশ নিতে পারে৷ তবে নির্ধারিত সময়েই নির্বাচন হবে বলে জানিয়েছেন তিনি৷
অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, পরিস্থিতি বিবেচনা করে নির্ধারিত সময়ের আগেই নির্বাচনের জন্য সেনাবাহিনী মোতায়েন করা হতে পারে৷ তিনি আবারো সব দলকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, রজনৈতিক সমঝোতা হলে নির্বাচনের তফসিল পুনর্নির্ধারণ করা হতে পারে৷