সমতলে পাহাড়ি ফলের মেলা
পার্বত্য অঞ্চলের ফল নিয়ে সপ্তাহজুড়ে মেলা হয়েছে ঢাকা শহরে। ফলের পাশাপাশি পাহাড়ের সবজি, শস্যদানার মতো নানা কিছু হাতের নাগালে পেয়েছে রাজধানীবাসী।
চেনা-অচেনা ফল
মেলায় যেমন সহজলভ্য ফল ছিল, তেমনি ছিল কিছু দুর্লভ ফল। মেলায় এসে আগ্রহ ভরে অজানা ফল, সবজি, শস্যদানার নাম জেনে নিয়েছেন কেউ কেউ।
শুধু ফল নয়
পাহাড়ে রকমারি শাক ও সবজির আবাদ হয়। উৎপাদিত হয় চা ও মধু। এমন নানা পদ মিলেছে মেলায়।
আকারেও বড়…
মেলায় আসা আনারস, জাম্বুরা বড় হলেও সেটা আর কত বড় হবে! কিন্তু একটি আম যদি এক কেজির বেশি হয়, তবে তা দর্শনার্থীদের কাছে বিস্ময়-জাগানিয়া হয়ে ধরা দিতে বাধ্য।
বাহারি আচার
ফল নয়, যাদের পছন্দ আচার, তাদের জন্যও বিশেষ আয়োজন ছিল মেলায়। শুকনো আম, শুকনো পেঁপে, কাঁঠালের জ্যাম- এসব ব্যতিক্রমী পণ্য পেয়ে খুশি ক্রেতা-দর্শনার্থীরা।
ড্রাগন ফল
বিদেশি ফল হলেও গত কয়েক বছরে দেশে সহজলভ্য হয়েছে ড্রাগন ফল। বাড়ছে চাহিদাও। পাহাড়ে উৎপাদিত ড্রাগন নিয়ে তাই ক্রেতাদের আগ্রহ ছিল।
দাম কেমন?
মেলায় ফলের দাম বেশি- এমন অভিযোগ করেছেন কেউ কেউ। তবে স্বাদে-গন্ধে মজে অনেকেই ফল কিনে খুশি মনে বাড়ি ফিরেছেন।
বারো রকম মানুষ
মেলায় নানা শ্রেণি, পেশার মানুষ এসেছেন। এই আয়োজনে তাই আদিবাসী কৃষি উদ্যোক্তাদের সঙ্গে দারুণ একটা যোগাযোগ হলো রাজধানীবাসীদের।
এবং ভেষজ
ঔষধি গাছের প্রতি সবার আলাদা আগ্রহ থাকে। মেলায় এমন গাছে উৎপাদিত ফল উপস্থাপিত হয়েছে। তাই এর সম্পর্কে জেনে নিয়েছেন অনেকেই।
একেবারে তাজা!
সব দোকানেই ফল ও সবজি ছিল অনেকটা তরতাজা। এ নিয়ে বিক্রেতারা বলেছেন, কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে ফলমূল সরাসরি মেলায় আনা হয়েছে। এখানে কোনো তৃতীয় পক্ষ না থাকায় খামারিরা লাভবান হয়েছে। আবার ক্রেতারাও তাজা নিতে পেরেছেন সবকিছু।
দামি আম মিয়াজাকি
পৃথিবীর সবচেয়ে দামি আম জাপানের মিয়াজাকি বা সূর্যডিম। বাংলাদেশের পার্বত্যাঞ্চলে সফলভাবে এই আম চাষ করা যাচ্ছে। আমের ভরা মৌসুমে মেলায় অন্যান্য আমের পাশাপাশি ছিল মিয়াাজাকিও।