২০০০ সাল থেকে সাংবাদিকতা পেশায় যুক্ত আছেন সমীর কুমার দে৷ ২০০৫ সালের ফেব্রুয়ারিতে বাংলা একাডেমির বইমেলা দিয়ে ডয়চে ভেলের রেডিও বিভাগে কাজ শুরু করেন তিনি। এখন ডয়চে ভেলের মাল্টিমিডিয়া সাংবাদিকতায় যুক্ত৷ পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে৷
সাংবাদিকদের নানা সংগঠনের সঙ্গে যুক্ত আছেন তিনি৷ জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সদস্য৷
বর্তমানে টেলিকম ও আইসিটি সাংবাদিকদের সংগঠন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশের (টিআরএনবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।