1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সম্পর্ক ভাঙা-গড়ার পুরো অধিকারই আমার: ক্যাটরিনা

১৭ জুন ২০১১

সিলা কি জাওয়ানি মানে বলছি ক্যাটরিনা কাইফ এর কথা৷ এক আইটেম গান দিয়েই গত কয়েক মাস ধরে ভক্তদের মাতিয়ে রেখেছেন ক্যাট৷ অবশ্য, নানা জনের সঙ্গে তাঁর প্রেমের কেচ্ছাও মিডিয়াতে প্রকাশ হচ্ছে নিয়মিত৷

https://p.dw.com/p/11coc
ক্যাটরিনা কাইফ৷ছবি: AP

সালমানের সাবেক বান্ধবী এই বলিউড সুন্দরী ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে বরাবরই খানিকটা গোপনীয়তা রক্ষা করে চলতেন৷ এজন্য সমালোচনাও যেমন হয়েছে, তেমনি গুজবের মাত্রাও বেড়েছে৷ এবার আর মুখ বন্ধ রাখতে পারলেন না ক্যাটরিনা৷ ভারতীয় এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া অন্তরঙ্গ সাক্ষাৎকারে তিনি বলেছেন, কেউ যদি মনে করে থাকে মিডিয়ায় নিজের সম্পর্কে ভালো ইমেজ ধরে রাখতে আমি ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলিনা, তাহলে সেটা ভুল৷ এক্ষেত্রে আমার কাছে মিডিয়া কিংবা ভক্তরা গুরুত্বপূর্ণ নয়৷

তাহলে গুরুত্বপূর্ণ কী? মিডিয়ার এই খোঁচানো প্রশ্নের সোজাসাপ্টা উত্তর দিলেন ক্যাটরিনা৷ তাঁর কথায়, আমি ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর ব্যাপারে অনেক সচেতন৷ মানে হচ্ছে, সম্পর্ক যার সঙ্গে, তাঁর ইমেজ রক্ষা করতেই এসব নিয়ে মুখ খোলেননা ক্যাটরিনা৷ তাছাড়া, যাকিছু তাঁর, তা নিজের মধ্যেই রাখতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন এই সুন্দরী৷

ক্যাটরিনার ভারত মানে বলিউড জয়ের গল্পটার শুরু ২০০৩ সালে, বুম ছবিতে৷ দু'বছর পর সরকার ছবিতে অভিষেক বচ্চনের বান্ধবীর ভূমিকায় অভিনয় করেন তিনি৷ বাকি গল্পতো সবার জানাই আছে৷ ক্যাটরিনার গড়নবড়ন দেখে কিন্তু তাকে পুরোদস্তুর ভারতীয় কন্যা মনে হয়না৷ সেটি মনে হওয়ার কোন কারণও নেই৷ কেননা, তাঁর বাবা কাশ্মীরি, আর মা ইংরেজ৷ তিনি নিজেও ব্রিটিশ নাগরিক৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী