ট্রাইবূনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী গাজী এম এইচ তামিম শেখ হাসিনার বক্তব্য প্রকাশ নিয়ে আদালতের রায়ের বিষয়ে বলেন, “যেসব হেট স্পিচ এখনও বিদ্যমান আছে, সেগুলো যেন অতি দ্রুত সরিয়ে ফেলা হয় এবং ভবিষ্যতে যেন তার কোনো ধরনের বিদ্বেষমূলক বক্তব্য প্রচার বা প্রকাশ করা না হয় সে আদেশ দিয়েছেন আদালত। ফেসবুক, ইউটিউব এক্সসহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মের যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে ট্রাইব্যুনালের আদেশটি পৌঁছানো হবে।”