1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল

২১ এপ্রিল ২০২৪

ইসরায়েলি সামরিক বাহিনীর একটি ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে চায় ওয়াশিংটন৷ এমন খবরের পর ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েলের নেতৃত্ব।

https://p.dw.com/p/4f1iU
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কয়েক দিনের মধ্যে ইসরায়েলের একটি ইউনিটের উপর নিষেধাজ্ঞার ঘোষণা দিতে পারেন।ছবি: Evelyn Hockstein/REUTERS

মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ওয়েস্ট ব্যাংকের একটি ইউনিটের উপর নিষেধাজ্ঞা দেয়ার পরিকল্পনা করছে এমন একটি প্রতিবেদন প্রকাশের পর ইসরায়েলি সরকার তীব্র ক্ষোভের সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে৷

উল্লিখিত পরিকল্পনার অধীনে ইসরায়েলের নেতজাহ ইহুদা ইউনিটের সদস্যরা, যাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, তারা কোনো মার্কিন সামরিক সহায়তা পাবেন না বা কোনো প্রশিক্ষণ নিতে পারবেন না৷

যুক্তরাষ্ট্রের নিউজ আউটলেট অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কয়েক দিনের মধ্যে নিষেধাজ্ঞার ঘোষণা দিতে পারেন৷ তিনটি সরকারি সূত্র থেকে এমন তথ্য জানানো হয়৷

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের সন্ত্রাসী হামলার আগে ওয়েস্ট ব্যাংকের ঘটনার উপর ভিত্তি করে, এই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ ইউনিটটিকে ২০২২ সালে ওয়েস্ট ব্যাংক থেকে প্রত্যাহার করা হয়৷

মানবাধিকার লঙ্ঘনে অভিযোগ উঠেছে আইডিএফ এবং পুলিশের একাধিক ইউনিটের বিরুদ্ধে৷ তাদের আচরণের বিস্তারিত মূল্যায়নের পরনিষেধাজ্ঞার এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে৷ আক্সিওস জানিয়েছে, অন্য ইউনিটগুলোকে নিষেধাজ্ঞা দেয়া হয়নি৷ কারণ তারা আচরণে বদল ঘটিয়েছিল৷

এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ১৯৯৭ সালের  ‘লেহি আইন' অনুযায়ী নেয়া হয়েছে৷ এই আইনে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী বিদেশি নিরাপত্তা এবং সামরিক ইউনিটগুলোর ক্ষেত্রে বিদেশি সহায়তা এবং প্রতিরক্ষা প্রশিক্ষণ কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেয়া যায়৷

ইসলায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্য এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন,  ‘‘ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত নয়৷''

তিনি বলেন, ইসরায়েল সরকার সম্ভাব্য সব উপায়ে এই ধরনের পদক্ষেপের বিরোধিতা করবে৷

তিনি লেখেন, ‘‘একটা সময়ে আমাদের সৈন্যরা দানবিক সন্ত্রাসের সঙ্গে লড়াই করছে৷''

আইডিএফের একটা ইউনিটের উপর নিষেধাজ্ঞা আরোপকে চরম অযৌক্তিক এবং অনৈতিক বলেছেন তিনি৷

ইসরায়েলি মন্ত্রিসভার (ওয়ার ক্যাবিনেট) সদস্য বেনি গ্যান্তোজ বলেন, নিষেধাজ্ঞা আরোপ করলে তা ‘আমাদের  শত্রুদের' ভুল বার্তা দেবে৷ বিপজ্জনক নজির স্থাপন করবে৷

এক্স প্ল্যাটফর্মে তিনি লেখেন, ‘‘ তারা (নেতজাহ ইয়েহুদা ইউনিট) সামরিক আইন মেনে চলে এবং আন্তর্জাতিক আইন মেনেই কাজ করে৷''

ইসরায়েলকে মার্কিনি সহায়তার নিন্দা ফিলিস্তিনের প্রেসিডেন্সির

ইসরায়েলের জন্য সহায়তা অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে তাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন হিসাবে উল্লেখ করেছে ফিলিস্তিনের প্রেসিডেন্সি৷ মার্কিনি সহায়তার নিন্দা করে তারা জানায়, এর ফলে সহিংসতা আরো বাড়বে৷

শনিবার ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভে পাস হওয়া একটি আইনে ইউক্রেন এবং তাইওয়ানের জন্য দীর্ঘ প্রতীক্ষিত সমর্থন প্যাকেজটিকে অন্তর্ভুক্ত করা হয়৷ তবে বেশ কয়েকজন প্রগতিশীল ডেমোক্র্যাট এই আইনের বিরুদ্ধে ভোট দেন৷

এদিকে ফিলিস্তিনি অংশের একটি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহ শহরে ইসরায়েলি হামলায় নয় শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে৷

ইরানে ইসরায়েলের ড্রোন হামলা

আরকেসি/আরআর (এএফপি,এপি, ডিপিএ)