প্রসঙ্গ: সাগর-রুনি হত্যাকাণ্ড
১৬ অক্টোবর ২০১২সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের তদন্ত শেষে প্রকৃত রহস্য উন্মোচন এবং দোষীদের গ্রেপ্তার করার ব্যাপারে সরকারকে আরেক দফা সময় বেঁধে দিয়েছেন বাংলাদেশের সাংবাদিকরা৷ সোমবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়, সরকারকে তাঁরা ২৪শে নভেম্বর পর্যন্ত সময় দিচ্ছেন, এর মধ্যেও তদন্তের কূল-কিনারা করতে সরকার ব্যর্থ হলে ঢাকায় সাংবাদিকদের মহাসমাবেশ হবে৷ সেই মহাসমাবেশ থেকেই ঘোষণা করা হবে পরবর্তী কর্মসূচি৷
সোমবার এ নিয়েই কথা হলো প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সুপরিচিত সাংবাদিক শাহ আলমগীরের সঙ্গে৷ সাক্ষাৎকারে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির দুঃখজনক মৃত্যুর পর ৭ মাস কেটে গেলেও এখনো হত্যাকারীরা ধরা না পড়ায় হতাশা প্রকাশ করেন তিনি৷ গত কিছুদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যে পুরো বিষয়টি নিয়ে ধূম্রজাল তৈরি করেছে তা-ও উঠে আসে সাগর সরওয়ারের কর্মস্থল মাছরাঙ্গা টেলিভিশনের সাবেক হেড অফ নিউজ শাহ আলমগীর৷
সরকার এ পর্যন্ত একাধিকবার নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করার আগাম নিশ্চয়তা দিয়েছে, সাংবাদিক নেতৃবৃন্দকেকেও দেখা যাচ্ছে সরকারের জন্য সময় বেঁধে দিতে – দু পক্ষের এই সময় বেঁধে দেয়ার প্রবণতাটা কি ঠিক? সাক্ষাৎকারে শাহ আলমগীর পরিষ্কার ভাষায় জানিয়েছেন, এমন একটি হত্যাকাণ্ডের তদন্তে এই প্রবণতা কখনোই কাম্য নয় এবং এমন আশ্বাস বা চাপ তদন্তে কোনো ভালো প্রভাব ফেলে না৷ সঙ্গে তিনি এ কথা বলেছেন যে সরকারের কারণেই সাংবাদিকরাও একটা পর্যায়ে সময় বেঁধে দিতে বাধ্য হয়েছেন৷