রাজনৈতিক বিশ্লেষণ
২৪ এপ্রিল ২০১২বাংলাদেশে বর্তমানে একটি রাজনৈতিক অস্থিরতা অবস্থা বিরাজ করছে৷ বিএনপি নেতা এবং সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী ‘নিখোঁজ' হওয়ার ঘটনায় এই মুহূর্তে টানা হরতাল পালন করছে বিরোধী দল৷ ইউরোপ সফররত বাংলাদেশের সাপ্তাহিক পত্রিকার সম্পাদক গোলাম মোর্তজা মনে করেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে বর্তমানে খারাপ বা হতাশাজনক, সেটা নিয়ে কোন সন্দেহ নেই৷
ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘সরকার রাজনৈতিক নেতাদের অপহরণের দায় অস্বীকার করতে পারছে না, আবার অস্বীকার করার চেষ্টা করছে জোর করে৷ সেটা করতে গিয়ে সরকার এমন কিছু কর্মকাণ্ড করছে, যা বিরোধী দলের পক্ষে যাচ্ছে''৷
বলাবাহুল্য সম্প্রতি সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার এবং মেহেরুন রুনি নিজ বাসভবনে দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন৷ এছাড়া একজন বিদেশি নাগরিক খুন হন৷ কিন্তু গোয়েন্দা পুলিশ সাগর-রুনির হত্যাকারীদের সনাক্ত বা গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে৷ বিদেশি নাগরিক খুনের কোন কুলকিনারা এখনো হয়নি৷ গোলাম মোর্তজা এই প্রসঙ্গে বলেন, এসব ঘটনার প্রেক্ষিতে যা কিছুই সরকার করছে, সবগুলো কাজের মাধ্যমে সরকার বিপুলভাবে জনপ্রিয়তা হারাচ্ছে৷ ফলে বিএনপি যেমন লাভবান হচ্ছে তেমনি ‘‘তৃতীয় কোন শক্তি যারা গণতন্ত্র চায় না, যারা স্বৈরতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করতে চায়, সেই শক্তিগুলো লাভবান হচ্ছে''৷
বর্তমান সরকার বঙ্গবন্ধুর খুনিদের বিচার কার্যকরের মাধ্যমে একটি ভালো কাজ করেছে, মনে করেন মোর্তজা৷ কিন্তু যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ার উদ্যোগ বর্তমান সরকার নিলেও বিষয়টি নিয়ে ‘রাজনীতি বেশি হচ্ছে' বলে জানান তিনি৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই