‘ঘোলা পানিতে মাছ শিকার’
২৩ জানুয়ারি ২০১২রোববার এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এর ফলে অভ্যুত্থানের প্রচেষ্টার বিশ্বাসযোগ্যতাই এখন প্রশ্নের মুখে৷ তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন৷ অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়পুর হাটের এক জনসভায় বলেছেন বিএনপি যুদ্ধাপরাধীদের রক্ষায় দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে৷
শেখ হাসিনা সরকারে উৎখাতে ব্যর্থ সেনা অভ্যূত্থানের ষড়যন্ত্রের খবর সেনা সদর দফতর সংবাদ সম্মেলন করে প্রকাশের পর সরকারের কয়েকজন মন্ত্রী এর সঙ্গে বিএনপির জড়িত থাকার ইঙ্গিত দেন৷ এর জবাব দিতে রোববার বিকেলে সংবাদ সম্মেলন করে বিএনপি৷ বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, সেনা সদর দফতরের ওই সংবাদ সম্মেলন সরকারে নির্দেশেই হয়েছে৷ তার দাবি, নানা দিক দিয়ে ব্যর্থ সরকার দেশের মানুষের দৃষ্টি ভিন্ন দিকে সরাতে বিএনপিকে জাড়িয়ে ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিচ্ছে৷ তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন৷
মির্জা ফখরুল তার ভাষায় সেনাবাহিনীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের খেলা বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান৷
অন্যদিকে জয়পুর হাটের এক সমাবেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি যুদ্ধাপরাধীদের রক্ষায় দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম