সরকার জমি কিনতে চায়, স্থানীয়দের বিরোধিতা
জলবায়ু পরিবর্তনের কারণে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত স্পেনের ইব্রো ব-দ্বীপ এলাকার আয়তন কমে যাচ্ছে৷ সরকার সেখানে কিছু জমি কিনতে চাচ্ছে৷ কিন্তু স্থানীয়রা তার বিরোধিতা করছেন৷
পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা
ভূমধ্যসাগরের তীরে অবস্থিত স্পেনের ইব্রো ব-দ্বীপ এলাকায় প্রায় ৬২ হাজার মানুষ বাস করেন৷ ঐ এলাকার প্রায় ৬৫ শতাংশ জমিতে ধান চাষ হয়ে থাকে৷ ২০২০ সালের জানুয়ারিতে গ্লোরিয়া ঝড়ে এলাকার প্রায় তিন হাজার হেক্টর জমি পানিতে তলিয়ে গিয়েছিল৷ এরপর থেকে স্থানীয়রা একসময় পুরো এলাকা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কায় আছেন৷ ছবিতে সাগরপাড়ের একটি রেস্টুরেন্ট দেখা যাচ্ছে৷
সরকারি হিসাব
সরকার মনে করছে, ২০৪৫ সাল নাগাদ ইব্রো ব-দ্বীপ এলাকায় সমুদ্রের পানির উচ্চতা ১৫ সেন্টিমিটার বাড়তে পারে৷ ২০৮১ থেকে ২১০০ সালের মধ্যে বাড়তে পারে সর্বোচ্চ ৭৮ সেন্টিমিটার৷ ২০৬০ সালের মধ্যে ঐ এলাকার অন্তত একটি সৈকত হারিয়ে যেতে পারে৷
কারণ
জলবায়ু পরিবর্তনের কারণে সাগরের পানির উচ্চতা এবং ঝড়ের সংখ্যা বাড়ার কারণে ইব্রো ব-দ্বীপ এলাকার আয়তন কমে যাচ্ছে বলে বিজ্ঞানীরা মনে করছেন৷
সরকারের পরিকল্পনা
ইব্রো ডেল্টার প্রায় ৮৩২ হেক্টর জমি কেনার পরিকল্পনা করছে সরকার৷ ফলে সৈকত থেকে সর্বোচ্চ ৫৬০ মিটার ভেতর পর্যন্ত এলাকা সরকারের মালিকানায় চলে যাবে৷ পরিকল্পনা বাস্তবায়িত হলে সেটা হবে ইউরোপে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সবচেয়ে বড় জমি কেনার ঘটনা৷
বিরোধিতা
সরকারের পরিকল্পনার বিরোধিতা করছেন স্থানীয়রা৷ তারা বলছেন, পরিকল্পনা বাস্তবায়িত হলে সৈকতের কাছে থাকা ৯৭টি লাক্সারি বাড়ি ভেঙে ফেলতে হবে৷ এছাড়া ধান চাষও বন্ধ হয়ে যাবে৷
স্থানীয়দের চাওয়া
সরকারের কাছে তারা ৬০ লাখ ঘনমিটার বালু এনে আগামী ৫০ বছরের জন্য সৈকতকে টিকিয়ে রাখার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন৷ এতে ৩০ মিলিয়ন ইউরো খরচ হতে পারে৷
সাক্ষর সংগ্রহ
সরকারের পরিকল্পনা যেন বাস্তবায়িত হতে না পারে সেজন্য স্থানীয়রা সাক্ষর সংগ্রহ করছেন৷ এগুলো ইউরোপীয় ন্যায়পালকে দেয়া হবে৷ স্থানীয়রা চান, বিষয়টি তদন্ত করে দেখা হোক৷
ইউরোপীয় কমিশন জানে না
ইব্রো ডেল্টার কিছু অংশ ইউরোপের পরিবেশ সুরক্ষা নেটওয়ার্ক ‘নেচারা ২০০০’ এর অন্তর্গত৷ তবে ইউরোপীয় কমিশন জানিয়েছে, তারা এখনও স্পেন সরকারের পরিকল্পনার কথা জানে না৷