1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি’র এক দফা

সমীর কুমার দে, ঢাকা৮ মার্চ ২০১৩

সরকার পতনের এক দফা আন্দোলনে যাচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি৷ স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আলোচনার জন্য প্রস্তুত সরকার৷ তবে বিএনপি যেভাবে জামায়াতের উপর নির্ভরশীল হয়ে পড়েছে তা রাজনীতির অশনি সংকেত৷

https://p.dw.com/p/17syb
ছবি: Reuters

তত্ত্বাবধায়ক সরকারের দাবি সামনে রেখে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সরকার পতনের একদফা আন্দোলনে যাচ্ছে৷ গত বুধবার রাতে চেয়াপারসনের গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে৷ ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, তাদের মূল দাবি – সরকারকে এখনই পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে৷ এই দাবিতে জোটের সব দলের নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশ দিয়েছেন জোটনেত্রী খালেদা জিয়া৷ 

বৃহস্পতিবার হরতাল চলাকালে দলীয় মহিলা সংসদ সদস্যদের গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানিয়ে বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবেদীন ফারুক বলেন, এক দফা আন্দোলন শুরু হয়েছে৷ সরকারের পতন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে৷ মামলা, হামলা ও গ্রেফতার করে আন্দোলন ঠেকানো যাবে না৷

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আলাপ-আলোচনার মাধ্যমে চলমান সংকট নিরসন সম্ভব৷ আজ হোক আর কাল হোক, আলাপ-আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান করতে হবে৷ আলোচনা ছাড়া কোনো সমস্যার সমাধান সম্ভব নয়৷ কিন্তু মাঝখানে জনগণ সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা দুঃখজনক৷

জামায়াতের উপর বিএনপির এত বেশি নির্ভরশীলতা গণতন্ত্রের জন্য অশুভ বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম৷ জামায়াতকে তিনি রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী দল বলেও উল্লেখ করেন৷ তিনি আরো বলেন, ‘ফরমাল নেগোসিয়েশন' হয় পরে৷ তার আগে ইনফরমাল আলোচনা হতে পারে৷ যেটাকে খালেদা জিয়া ‘তলে তলে ষড়যন্ত্র' বলেন৷ খালেদা জিয়ার এ ধরনের কথা জাতির জন্য অশোভনীয়৷

তবে সৈয়দ আশরাফের এই বক্তব্যের জবাবে বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবেদীন ফারুক বলেন, আলোচনায় বসতে হলে মুখে মুখে বললে হবে না৷ লিখিতভাবে আলোচনায় বসার কথা সরকারকেই জানাতে হবে৷ তারপরই বিএনপি সিদ্ধান্ত নেবে সরকারের সঙ্গে আলোচনায় বসবে কি-না৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য