বিএনপি’র এক দফা
৮ মার্চ ২০১৩তত্ত্বাবধায়ক সরকারের দাবি সামনে রেখে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সরকার পতনের একদফা আন্দোলনে যাচ্ছে৷ গত বুধবার রাতে চেয়াপারসনের গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে৷ ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, তাদের মূল দাবি – সরকারকে এখনই পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে৷ এই দাবিতে জোটের সব দলের নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশ দিয়েছেন জোটনেত্রী খালেদা জিয়া৷
বৃহস্পতিবার হরতাল চলাকালে দলীয় মহিলা সংসদ সদস্যদের গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানিয়ে বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবেদীন ফারুক বলেন, এক দফা আন্দোলন শুরু হয়েছে৷ সরকারের পতন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে৷ মামলা, হামলা ও গ্রেফতার করে আন্দোলন ঠেকানো যাবে না৷
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আলাপ-আলোচনার মাধ্যমে চলমান সংকট নিরসন সম্ভব৷ আজ হোক আর কাল হোক, আলাপ-আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান করতে হবে৷ আলোচনা ছাড়া কোনো সমস্যার সমাধান সম্ভব নয়৷ কিন্তু মাঝখানে জনগণ সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা দুঃখজনক৷
জামায়াতের উপর বিএনপির এত বেশি নির্ভরশীলতা গণতন্ত্রের জন্য অশুভ বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম৷ জামায়াতকে তিনি রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী দল বলেও উল্লেখ করেন৷ তিনি আরো বলেন, ‘ফরমাল নেগোসিয়েশন' হয় পরে৷ তার আগে ইনফরমাল আলোচনা হতে পারে৷ যেটাকে খালেদা জিয়া ‘তলে তলে ষড়যন্ত্র' বলেন৷ খালেদা জিয়ার এ ধরনের কথা জাতির জন্য অশোভনীয়৷
তবে সৈয়দ আশরাফের এই বক্তব্যের জবাবে বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবেদীন ফারুক বলেন, আলোচনায় বসতে হলে মুখে মুখে বললে হবে না৷ লিখিতভাবে আলোচনায় বসার কথা সরকারকেই জানাতে হবে৷ তারপরই বিএনপি সিদ্ধান্ত নেবে সরকারের সঙ্গে আলোচনায় বসবে কি-না৷