1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকার, বিএনপির অবস্থানে ইতিবাচক পরিবর্তন হচ্ছে

৮ জুন ২০১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ভারত - বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনা - এসবই বুধবারের পত্রপত্রিকার প্রধান খবর৷

https://p.dw.com/p/11Wgp
Bildcombo Sheikh Hasina und Khaleda Ziaছবি: AP/DW

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

কালের কন্ঠ বলছে এ ব্যাপারে সরকার ও বিরোধী দলের অবস্থানে ইতিবাচক পরিবর্তন হচ্ছে৷ উভয় দলই আলোচনার ব্যাপারে আগ্রহী হয়ে উঠছে৷ যেমন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন কালের কন্ঠকে বলেছেন যে তারা চান না দেশ অনিশ্চয়তার দিকে যাক৷ এছাড়া সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করলে আলোচনার পরিবেশ সৃষ্টি হবে বলে মনে করছেন বিএনপি নেতারা৷ এদিকে প্রথম আলো বলছে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সুপারিশে বিশেষজ্ঞ এবং বিশিষ্ট নাগরিকদের মৌলিক প্রস্তাবের প্রতিফলন নেই৷ কারণ পত্রিকাটি বলছে বেশির ভাগ বিশেষজ্ঞের মত উপেক্ষা করে কমিটি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের সুপারিশ করেছে৷

বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের বৈঠক

বৈঠক শেষে দুই দেশের সচিব একটি যৌথ সংবাদ সম্মেলন করেছেন৷ সমকালের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, আগস্ট মাসে ঢাকা সফর করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং৷ সেসময় বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি সই হবে বলে জানান ভারতের পররাষ্ট্র সচিব নিরুপমা রাও৷ তার আগে দুই দেশের শীর্ষ নেতার বৈঠকের আলোচ্যসূচি চূড়ান্ত করতে জুলাই মাসে ঢাকা যাবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী৷ এছাড়া রাজনৈতিক পর্যায়ে সিদ্ধান্তের আগে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি নন নিরুপমা রাও৷ তিনি বলেন, এটা খুবই স্পর্শকাতর বিষয়৷ এ চুক্তির কাঠামো কী হবে, অথবা বাংলাদেশ এ চুক্তি অনুযায়ী কতটুকু পানি পাবে সে ব্যাপারে আমি এখনই কথা বলতে চাই না৷

কাদের সিদ্দিকীর সাক্ষাৎকার

বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমে এটি প্রকাশিত হয়েছে৷ তিনি বলেছেন বাংলাদেশের প্রধান জাতীয় সমস্যা সহিষ্ণুতার অভাব৷ হাসিনা খালেদাকে আর খালেদা হাসিনাকে সম্মান করেন না৷ এছাড়া তিনি বলেন দেশে কোনো রাজনৈতিক দলই আর গরিবের নেই৷ সব হয়ে গেছে বিত্তশালীদের দল৷ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ প্রকৃত অর্থে গরিবের দল ছিল বলেও মন্তব্য করেন কাদের সিদ্দিকী৷

গ্রন্থনা: জাহিদুল হক

সম্পাদনা: আরাফাতুল ইসলাম