সরকারবিরোধী বিক্ষোভের ভিডিও সরাতে বলল রাশিয়া
১২ আগস্ট ২০১৯রাশিয়ার গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা ‘রোসকমনাডজোর' গুগলের অধীনে থাকা ভিডিও সংস্থা ‘ইউটিউব'কে এমন নির্দেশ দিয়েছে৷ শুধু ভিডিও মুছে দিতেই নয়, ‘পুশ নোটিফিকেশন' বা জনগণকে সরকারবিরোধী কার্যকলাপের দিকে ঠেলে দিতে পারে, এমন ব্যবস্থাকেও বিকল করে দিতে বলা হয়েছে সেই নির্দেশে৷
উল্লেখ্য, শনিবারের এই প্রতিবাদসভাকে সরকার রাষ্ট্রবিরোধী আয়োজন হিসাবে দেখছে৷
‘রোসকমনাডজোর' জানিয়েছে, ইউটিউবের মালিকসংস্থা গুগল যদি এই নির্দেশ অমান্য করে, সে ক্ষেত্রে তা রাশিয়ায় ‘রাষ্ট্রীয় স্বাধীনতা ও নির্বাচনি প্রক্রিয়ায় দখলদারি'র সমমর্যাদার অপরাধ হিসাবে বিবেচ্য হবে৷
গুগল বনাম রাশিয়া
শনিবার থেকেই দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে পথে নামতে শুরু করেন রাশিয়ার রাজধানী মস্কোর জনতা৷ এক সভায় হাজার হাজার মানুষের সমাগম হলে পুলিশের সাথে হাতাহাতি বাধে৷ গ্রেপ্তার হন প্রায় ১ হাজার ৩০০ জন৷ উল্লেখ্য, গত কয়েক সপ্তাহের মধ্যে চতুর্থবারের মতো আয়োজিত হলো এমন প্রতিবাদ৷
একদিকে নির্বাচনের দাবি, অন্যদিকে অনলাইন মাধ্যমে নজরদারি- বর্তমানে এই দুই ইস্যু ঘিরে উত্তাল মস্কো৷
এর আগেও মানুষের তথ্য ব্যবহার ও ‘সার্চ হিস্ট্রি' নিয়ন্ত্রণের মতো বিষয়ে গুগলের ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করে রাশিয়ার কর্তৃপক্ষ৷
কিন্তু সরকারবিরোধী প্রতিবাদসভার ভিডিও মুছে ফেলার নির্দেশের এটিই প্রথম নিদর্শন৷
এসএস/এসিবি (এপি, ডিপিএ, রয়টার্স)