সরকারি কর্মকর্তাদের কিছু আলোচিত বিদেশ সফর
প্রশিক্ষণ কিংবা অভিজ্ঞতা অর্জন, এমন নানা কারণে বিভিন্ন সময়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে যাওয়া বা যাওয়ার প্রস্তাব আলোচনায় এসেছে৷
খিচুড়ি তত্ত্ব
প্রায় এক কোটি ৪০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে দুপুরে বিস্কুট ও খিচুড়ি (মিড ডে মিল) দেয়ার পরিকল্পনা করছে সরকার৷ স্কুলে খাবার ব্যবস্থাপনা শিখতে এক হাজার কর্মকর্তাকে বিদেশে প্রশিক্ষণের প্রস্তাব করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়৷ এ নিয়ে গত সেপ্টেম্বরে ব্যাপক আলোচনা শুরু হলে একনেক প্রস্তাবটি পুনরায় তৈরি করে পাঠাতে বলেছে৷ ফলে পরিকল্পনা অনুযায়ী আগামী মাস থেকে মিড ডে মিল শুরু হচ্ছে না৷ ছবিটি ভারতের৷
লিফট কিনতে ইউরোপ
২০১৯ সালের অক্টোবর মাসে লিফট কেনার কাজে ময়মনসিংহের জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ছয় শিক্ষক ও দুই প্রকৌশলীর সুইজারল্যান্ড ও স্পেন যাওয়ার কথা ছিল৷ কিন্তু বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার কারণে শেষ পর্যন্ত দুজন প্রকৌশলী সফরে যান বলে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব সূত্রে জানা গেছে৷
ঘাস চাষ শিখতে
গবাদি পশুর জন্য উন্নত পুষ্টিসমৃদ্ধ ঘাস চাষ শিখতে ৩২ সরকারি কর্মকর্তাকে বিদেশে প্রশিক্ষণে পাঠানোর প্রস্তাব করেছে পরিকল্পনা কমিশন৷ এজন্য ব্যয় ধরা হয়েছে ১০১ কোটি ৫৩ লাখ টাকা৷ অর্থাৎ প্রত্যেকের জন্য ১০ লাখ টাকা করে৷ সম্প্রতি প্রস্তাবটি একনেকে পাস হয়েছে৷ তবে কর্মকর্তার সংখ্যা ও বরাদ্দ কমানোর পাশাপাশি ‘সংশ্লিষ্ট প্রয়োজনীয় লোক’ ছাড়া অন্য কাউকে বিদেশে না পাঠাতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে৷
বিজয়ীরা নাসায় যেতে পারেননি, গেছেন কর্মকর্তারা
২০১৯ সালে নাসার ‘স্পেস অ্যাপস চ্যালেঞ্জে’ বিজয়ী হয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের ‘টিম অলিক’৷ কিন্তু ভিসা না পাওয়ায় তারা পুরস্কার আনতে যুক্তরাষ্ট্রে যেতে পারেনি৷ তবে ‘নাসাকে ধন্যবাদ দিতে’ গিয়েছিলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব সালমা সিদ্দিকা মাহাতাব, হাইটেক পার্কের উপসচিব মোঃ আবদুল হাই, আইডিয়া প্রোজেক্টের কাজী হোসনা আরা ও প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা একরামুল হকসহ আটজন৷
ক্যামেরা ইন্সপেকশনে জার্মানি সফর
২০১৬ সালে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের দুই কর্মকর্তা জার্মানি সফর করেন৷ তারা ‘প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড কাভারেজের জন্য এক সেট ডিজিটাল ক্যামেরা ও কিছু সরঞ্জামাদি আমদানির লক্ষ্যে প্রি-শিপমেন্ট ইন্সপেকশন করার লক্ষ্যে’ এই সফর করেন৷ সফরের জন্য তিনজনকে অনুমোদন দেয়া হয়েছিল৷ ব্যয় আয়োজক সংস্থা বহন করবে বলে জানালেও বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে যুগ্ম-সচিব নূরুল ইসলাম সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন৷
দুটি বিমান আনতে ৪৫ জন
গত ডিসেম্বরে বোয়িংয়ের কাছ থেকে কেনা দুটি বিমান আনতে ৪৫ জন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন৷ পাইলট, কেবিন ক্রু ছাড়াও এই দলে ছিলেন অর্থ মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা, আইন ও জ্বালানি মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর ব্যক্তিগত সচিব এবং বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুজন জনসংযোগ কর্মকর্তা৷
পুকুর পুনঃখনন শিখতে
বরেন্দ্র অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কম৷ ঐ অঞ্চলে সেচকাজে ভূ-গর্ভস্থ পানি ব্যবহার করা হয়৷ এই প্রবণতা কমাতে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে গুরুত্ব দেয়া হচ্ছে৷ সেটি কীভাবে করা যায় সে ব্যাপারে প্রশিক্ষণসহ পুকুর ও দিঘী পুনঃখনন শিখতে ১৬ সরকারি কর্মকর্তাকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা নেদারল্যান্ডসের যে-কোনো এক দেশে পাঠানোর বিষয়টি গতবছর ডিসেম্বরে চূড়ান্ত অনুমোদন পায়৷ এতে খরচ হবে ১ কোটি ২৮ লাখ টাকা৷