1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকারি কার্যালয়ে সৌর বিদ্যুৎ ব্যবহার করবে বাংলাদেশ

৫ নভেম্বর ২০০৯

বিদ্যুৎ সংকট কাটাতে সকল সরকারি কার্যালয়ে সৌর বিদ্যুৎ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ৷ রাশিয়ার সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সংকট কাটাতে দেশটির এই উদ্যোগ৷

https://p.dw.com/p/KPFb
ফাইল ফটোছবি: AP

গত সপ্তাহে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ে বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে খবরে প্রকাশ৷ এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহি জানান, খরচের কথা চিন্তা করে প্রথমদিকে নবনির্মিত সরকারি ভবনগুলোতে সৌর বিদ্যুৎ প্যানেল বসানো হবে৷ এরপর পর্যায়ক্রমে পুরনো সরকারি ভবনগুলোতেও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে৷

তবে শুধু সৌরবিদ্যুৎ নয় মানুষের মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ের মানসিকতার দিকেও গুরত্ব দেন তৌফিক-ই-এলাহি৷ তাঁর মতে, আমাদেরকে প্রথমে সাশ্রয়ের মানসিকতা তৈরি করতে হবে৷ আমরা যদি উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রেখে খরচের চেষ্টা করি তবে ১০ থেকে ৩০ শতাংশ বিদ্যুৎ বাঁচানো সম্ভব৷

এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সংসদে জানান, ২০১৩ সালের মধ্যে ২৮০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য স্থির করেছে তাঁর সরকার৷ তিনি আরো জানিয়েছেন, ২০১১ সালে মধ্যে বাংলাদেশের বিদ্যুৎ সংকট অনেকটাই কেটে যাবে কারণ এই সময়ের মধ্যে বিদ্যুতের উৎপাদন ১,৪৮৭ মেগাওয়াট বাড়ানো হবে৷

বর্তমান হিসেব অনুযায়ী, বাংলাদেশের চাহিদা মেটাতে প্রতিদিন ৫,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন যেখানে উৎপাদন হচ্ছে মাত্র ৩,৮০০ মেগাওয়াট বিদ্যুৎ৷

প্রসঙ্গত, দীর্ঘদিন আলাপ আলোচনা চালানো পর গত ২১ অক্টোবর বাংলাদেশ সরকার রাশিয়ার সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করে৷ বাংলাদেশের পাবনা জেলায় একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চেষ্টা করছে দেশটির সরকার৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক