1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাসপাতালে রোগিদের টাকা ‘হরিলুট'

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১২ জুলাই ২০১৩

বাংলাদেশের সরকারি হাসপাতালে রোগিদের কাছ থেকে পরীক্ষা-নিরীক্ষা বাবদ আদায় করা কোটি কোটি টাকার ভাগ-বাটোয়ারা করে নিচ্ছেন এক শ্রেণির কর্মকর্তা এবং কর্মচারী৷ তবে সবাই এই টাকা না পাওয়ায়, এ নিয়ে তাদের মধ্যে চলছে উত্তেজনা৷

https://p.dw.com/p/196UR
Krankenschwestern arbeitet am Donnerstag (23.06.2011) in einer Krankenstation in Tongi, einem Vorort von Dhakar in Bangladesh, die von der Bundesregierung unterstützt wird. Das ehemalige Ost-Pakistan, das 1971 seine Unabhängigkeit von Pakistan erkämpfte, gehört zu den ärmsten Ländern der Welt. Foto: Tim Brakemeier dpa
ছবি: picture-alliance/dpa

বাংলাদেশের সরকারি হাসপাতালে রোগিদের ১৭ ধরণের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা আছে৷ এর জন্য পরীক্ষা ভেদে রোগিদের ৪০ থেকে ৫,০০০ টাকা দিতে হয়৷ একেই বলে ‘ইউজার ফি'৷ এ থেকে যে টাকা আসে তার ৫০ ভাগ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বণ্টনের বিধান আছে৷ কিন্তু আদালতের নির্দেশে ২০১১ সালের সেপ্টেম্বর মাস থেকে সরকারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ‘ইউজার ফি' বণ্টন স্থগিত আছে৷ এদিকে এই সময়ে হাসপাতালগুলোতে ২০০ কোটি টাকা জমেছে৷ আর অভিযোগ উঠেছে যে, এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারী সেই টাকা গোপনে ব্যাংক থেকে তুলে নিচ্ছেন৷

এ নিয়ে গত কয়েকদিন ধরে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে চলছে উত্তেজনা৷ ব্যাংক থেকে গোপনে ২ কোটি ৫৮ লাখ ৬৬ হাজার টাকা তুলেছেন কয়েকজন কর্মকর্তা৷ সেই খবর হাসাপতালের সব কর্মকর্তা-কর্মচারীরা জানতে পারলে উত্তেজিত হয়ে ওঠেন৷ এমনকি তারা টাকার ভাগের দাবিতে পরিচালককে ঘেরাও করেন৷ হাসপতালের পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ শফি মজুমদার ডয়চে ভেলেকে জানান, তাঁকে না জনিয়ে উপ-পরিচালকের সই করা চেকে টাকা তোলা হয়েছে৷ তিনি জানতে পেরে হাসপাতালেই পুলিশ পাহারায় টাকা রাখেন৷ তিনি বলেন, বণ্টনের কোনো নীতিমালা নেই, তাই জটিলতার সৃষ্টি হয়েছে৷ তার ওপর আদালতের নিষেধাজ্ঞা থাকার কারণে বণ্টন করা অবৈধ৷ ড. মজুমদারের দাবি, শেষ পর্যন্ত বৃহস্পতিবার তিনি সেই টাকা আবার ব্যাংকে ফেরত পাঠিয়েছেন৷

Krankenschwestern arbeitet am Donnerstag (23.06.2011) in einer Krankenstation in Tongi, einem Vorort von Dhakar in Bangladesh, die von der Bundesregierung unterstützt wird. Das ehemalige Ost-Pakistan, das 1971 seine Unabhängigkeit von Pakistan erkämpfte, gehört zu den ärmsten Ländern der Welt. Foto: Tim Brakemeier dpa
ঢাকার একটি হাসপাতাল....ছবি: picture-alliance/dpa

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. খন্দকার মো. সেফায়েত উল্লাহ ডয়চে ভেলেকে জানান, হাসপাতালের ‘ইউজার ফি'-র ৫০ ভাগ ব্যাংক থেকে তোলার কোনো অনুমতি দেননি তারা৷ তাছাড়া, স্বাস্থ্যমন্ত্রণালয় কোনো অনুমতি দিয়েছে বলেও তাঁর জানা নেই৷ তিনি বলেন, এভাবে সরকারি টাকা তুলে তা ভাগ-বাটোয়ারা করা বেআইনি৷ তাই তিনি এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন৷

সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরশেদ ডয়চে ভেলেকে জানান, তাঁরই দায়ের করা রিটের ভিত্তিতে আদালত ‘ইউজার ফি' হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বণ্টনের ওপর স্থগিতাদেশ দিয়েছিল৷ এখনও রিটের চূড়ান্ত নিষ্পত্তি হয়নি৷ এ অবস্থায় টাকা তোলা এবং তা আবার কয়েকজনের মধ্যে ভাগাভাগি করে নেয়া অবশ্যই অবৈধ৷

ওদিকে চিকিত্‍সকদের একাংশ রোগিদের কাছ থেকে ‘ইউজার ফি' আদায়ের বিরোধী৷ বাংলাদেশ সিভিল সার্জন সোসাইটির যুগ্ম সম্পাদক ডা. এ জে এম মোস্তাক হোসেন তুহিন ডয়চে ভেলেকে জানান, এতে গরিব রোগিদের ওপর বাড়তি চাপ পড়ে৷ আর এই টাকা ভাগৈাভাগি নিয়ে হাসপাতালে নানা সমস্যা সৃষ্টি হয়, নষ্ট হয় চিকিত্‍সার পরিবেশ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য