1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সর্বস্তরে বাংলা ভাষা

১৬ ফেব্রুয়ারি ২০১২

ভাষা আন্দোলনের ষাট বছর পেরিয়ে গেলেও আজো সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন সম্ভব হয় নি৷ এটি ভাষা আন্দোলনের চেতনা বিরুদ্ধ বলে মনে করেন বাংলাদেশের খ্যাতিমান সাহিত্যিক অধ্যাপক ড. সৈয়দ মন্জুরুল ইসলাম৷

https://p.dw.com/p/143rI
ছবি: picture-alliance/dpa

ডিডাব্লিউ রেডিওকে বুধবার দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন৷

‘‘বাংলাদেশে এখনো উচ্চ শিক্ষার ভাষা, উচ্চ আদালতের ভাষা ইংরেজি৷ কিন্তু এটা হবার কথা ছিলো না৷ কথা ছিলো সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন হবে৷ কিন্তু হয় নি৷'' সর্বস্তরে বাংলা চালু না হবার পেছনে সরকারের উদ্যোগের অভাব এবং জনগণের অনীহাকেই মূল কারণ বলে চিহ্নিত করেন তিনি৷

সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনের জন্য সরকারকে যেমন উদ্যোগ নিতে হবে তেমনি বেসরকারি পর্যায়েও উদ্যোগ নেয়া জরুরি বলে মনে করেন তিনি৷ এক্ষেত্রে বাংলাদেশের গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে তিনি মনে করেন৷

মাতৃভাষায় বিদ্যাচর্চা ও জ্ঞানার্জনের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন অধ্যাপক মন্জুর৷ ‘যদি অনুবাদের প্রতি বিশেষ মনোযোগ দেয়া হয়' তাহলে বাংলা ভাষাতেই উচ্চ শিক্ষার সুযোগ তৈরি হবে বলেও মনে করেন তিনি৷

সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের জন্য শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব দেবার কথা তুলে ধরেন অধ্যাপক সৈয়দ মন্জুরুল ইসলাম ৷ তিনি আরো মনে করেন যে, ভাষা নিয়ে আমাদের দেশে এখনো এক ধরনের হীনম্মন্যতা রয়ে গেছে৷ এই হীনম্মন্যতা দূর করতে হবে৷

বাংলা পরিভাষাকে সমৃদ্ধ করার ওপরেও জোর দিয়েছেন তিনি৷ তাঁর মতে, যদি বাংলা পরিভাষাকে সমৃদ্ধ করা যায় তাহলে, বন্ধ হবে অকারণ ইংরেজি ব্যবহার ৷

প্রতিবেদন: আফরোজা সোমা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য