সর্বাধুনিক ‘মা’ এবং অন্যান্য
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে প্রতিবছর ‘কনজিউমার ইলেকট্রনিক্স শো’ অনুষ্ঠিত হয়৷ ভবিষ্যতের প্রযুক্তি-পণ্যের দেখা মেলে সেখানে৷ ছবিঘরে দেখুন ২০১৪ সালের মেলার আকর্ষণ৷
‘মা’-এর দাম ১৯৯ ডলার!
ফ্রান্সের সেনস কোম্পানির ‘মাদার’ নামের এই ডিভাইসটি অনেকটা মায়ের মতোই ঘরের সবকিছুর খোঁজখবর রাখে৷ কফি শেষ হয়ে গেলো কিনা, সন্তান দাঁত ব্রাশ করেছে কিনা – এমন সব খবর রাখে মাদার৷ দাম ১৯৯ ডলার৷ এই লিংকে http://www.youtube.com/watch?v=Sw4yb0dNSbY গেলে এ সম্পর্কিত ভিডিও দেখা যাবে৷
স্মার্ট টুথব্রাশ
বিশ্বের প্রথম ইন্টারনেট-কানেক্টেড টুথব্রাশ ‘কোলিব্রি’৷ আপনার ব্রাশ করা কেমন হলো, ঠিকভাবে হলো কিনা, দাঁত কতখানি পরিষ্কার হলো – এ সবই জানিয়ে দেবে এই স্মার্ট টুথব্রাশ৷ এপ্রিল থেকে জুনের মধ্যে কোনো একসময় অনলাইনে এই টুথব্রাশের জন্য অর্ডার দেয়া যাবে৷ দাম সংস্করণভেদে ৯৯ থেকে ১৯৯ ডলার৷ কোলিব্রি সম্পর্কে আরও জানতে ভিজিট করুন http://www.youtube.com/watch?v=oEDMzFYqW9k৷
সাইকেলের নেভিগেশন সিস্টেম
এই ডিভাইসটি সাইকেলে লাগিয়ে নিলে সেটাই আপনাকে বলে দেবে কোনো নির্দিষ্ট স্থানে পৌঁছতে আপনাকে কোন দিক দিয়ে যেতে হবে৷ সেখানে পৌঁছতে আপনার কত সময় লাগবে৷ আর তাতে আপনার ক্যালরি কতখানি খরচ হবে৷ শোইন কোম্পানির এই ডিভাইসটির (http://www.youtube.com/watch?v=zwlFGoI_pRI) নাম ‘সাইকেলনা৷’
শরীরচর্চার তথ্য
‘তাও ওয়েলশেল’ (http://www.youtube.com/watch?v=E_kTVvpVpYg) ডিভাইসটি আপনি কতখানি দৌঁড়ালেন, আপনার হৃদস্পন্দন কত, সব আপনার স্মার্টফোনে জানিয়ে দেবে৷ এছাড়া ছোট্ট এই ডিভাইসটি দিয়ে আপিন যেকোনো সময়, যে কোনো অবস্থায় ‘আইসোমেট্রিক এক্সারসাইজ’ করতে পারবেন৷ চলতি বছরের শেষ ভাগে পণ্যটি কিনতে পাওয়া যাবে৷ দাম পড়বে ৩০০ ডলারের মতো৷
ম্যাজিক পার্কিং
শহর এলাকায় অল্প জায়গায় গাড়ি পার্কিং-এর কাজটি অনেকের জন্য জটিল৷ বিএমডাব্লিউ-র আইথ্রি মডেলের ইলেকট্রিক গাড়িতে রয়েছে ‘পার্কিং অ্যাসিস্টেন্ট’, যেটা চালু করার পর চালক শুধু ব্রেকটা নিয়ন্ত্রণে রাখবেন, আর গাড়ি নিজে থেকেই পার্কিং-এর জায়গায় চলে যাবে৷ এই লিংকের (http://www.youtube.com/watch?v=8Vj4xLCxwhw) ভিডিওটি দেখলে ব্যাপারটা আরেকটু পরিষ্কার হওয়া যাবে৷
আইফোন দিয়ে রান্না নিয়ন্ত্রণ
‘স্লো কুকার’৷ যুক্তরাষ্ট্র, ক্যানাডা, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে যারা থাকেন তারা হয়ত এই ধরনের কুকারের (http://en.wikipedia.org/wiki/Slow_cooker) সঙ্গে পরিচিত৷ মার্কিন একটি কোম্পানি ‘ক্রোক-পট উইমো স্মার্ট স্লো কুকার’ (http://www.youtube.com/watch?v=T43NcPYMVZE) বের করেছে, যেটা আইফোনের জন্য তৈরি একটি অ্যাপ দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে৷
বিদ্যুৎ চলে যাওয়ার ভয়?
অন্তত শৈলেন্দ্র সুমনের সেটা নেই৷ কারণ তিনি এমন একটি এলইডি-বাল্ব উদ্ভাবন করেছেন যার মধ্যে ব্যাটারি রয়েছে৷ এর ফলে বিদ্যুৎ চলে গেলেও ব্যাটারি থাকার কারণে বাতিটি চার ঘণ্টা পর্যন্ত জ্বলতে পারবে৷
হাই-রেজুলিউশন ফ্ল্যাটস্ক্রিন টিভি
এই টিভিগুলোর রেজুলিউশন এইচডি টিভির চেয়ে প্রায় চারগুন বেশি৷ তবে দুঃখের ব্যাপার, এ ধরণের সর্বাধুনিক টিভিতে দেখার মতো কোনো সিনেমা নেই৷