1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাংবাদিক কাজল আটক, অনুপ্রবেশের মামলা

৩ মে ২০২০

নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের খোঁজ মিলেছে৷ বেনাপোল সীমান্ত থেকে তাকে আটক করার কথা জানিয়েছে পুলিশ৷ তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়েছে বিজিবি৷

https://p.dw.com/p/3bhuZ
ছবি: Facebook/Shafiqul Islam Kajol

১০ মার্চ বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন ‘পক্ষকাল' পত্রিকার সম্পাদক ও বণিক বার্তার ফটোসাংবাদিক কাজল৷ প্রায় দুই মাস পর মুক্ত গণমাধ্যম দিবসে তাকে আটকের খবর জানায় বেনাপোল বন্দর থানা৷ বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি মামুন খান জানান, শনিবার গভীর রাতে বিজিবি রঘুনাথপুর সীমান্ত থেকে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়৷

তিনি বলেন, ‘‘পরে জানা যায়, ওই ব্যক্তি ঢাকা থেকে নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল৷ বিজিবি অবৈধ অনুপ্রবেশের অভিযোগে থানায় একটি মামলা করেছে৷ আমরা তাকে আজ কোর্টে পাঠাব৷’’

বেনাপোল থানার একজন পুলিশ কর্মকর্তা রাত তিনটার দিকে খবরটি কাজলের পরিবারকে জানান৷ এ সময় কাজলের সঙ্গে তার সন্তানের কথা হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী জুলিয়া ফেরদৌসী৷ তিনি বলেন, ‘‘আমার ছেলেকে ও ফোনে বলেছে, ‘আব্বু আমি বেঁচে আছি, তোমরা সবাই আমাকে নিতে আস’৷’’

অবৈধ অনুপ্রবেশের বিষয়ে, ওসি মামুন খান বলেন, ‘‘তাকে আমরা এখনও জিজ্ঞাসাবাদ করিনি৷ এটা বিজিবি বলতে পারবে৷’’

যশোর ৪৯ বিজিবি ব্যটালিয়নের রঘুনাথপুর ক্যাম্পের কমান্ডার হাবিলদার আশেক আলী বলেন, ‘‘বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে প্রবেশের সময় ওই ব্যক্তিকে আটক করা হয়৷ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে আটক দেখিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে৷’’

এর আগে কারাগারে আটক যুব মহিলা লীগ নেত্রী শামিমা নূর পাপিয়ার সঙ্গে বিভিন্ন ব্যক্তির সংশ্লিষ্টতা নিয়ে দৈনিক মানবজমিনে একটি খবর প্রকাশিত হয়৷ কাজল তার ফেসবুকে এই খবরটি শেয়ার করেছিলেন৷ এই খবরে ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর মানবজমিন সম্পাদক মতিউর রহমানসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন৷ ওই মামলায় তিন নাম্বার আসামি কাজল৷ এই মামলার একদিন পর নিখোঁজ হন তিনি৷

এফএস/এডিকে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান