‘সাংবাদিকরা ক্ষমতার কাছে বন্দি'
১ জুলাই ২০১৬বেশিরভাগ সাংবাদিকই নাকি সরকারের ‘পা-চাটা গোলাম'৷ তাছাড়া গণমাধ্যমগুলো নাকি কোনো মন্ত্রী কিংবা এমপি'র৷ অথবা সরকার দলীয় শিল্পপতিদের৷ আর বিরোধী দলীয়দের যে কয়টা চ্যানেল ছিল সেগুলোও নাকি বন্ধ করে দেওয়া হয়ছে৷ এসব তথ্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির বেশ পার্থক্য থাকলেও সাংবাদিকতার মান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আমাদের ফেসবুকে এসব কথাই লিখেছেন পাঠক মাহমুদ কায়সার৷
তবে সম্রাট এ অমিতের মতে, সাংবাদিকতার মান না থাকলেও নাকি সাংবাদিকের দ্বারা কিছু রহস্য উন্মোচন হয়৷
সাংবাদিকরা সক্রিয় রাজনীতি সম্ভবত শুধু এই দেশেই করে এবং প্রতিটা দলেরই নাকি নিজস্ব সাংবাদিক সংগঠন রয়েছে বলে ধারণা পাঠক নিয়ামুল ইসলামের৷
পাঠক আপেল মাহমুদ, মো. শরীফ, এইচ এম মাসুদ তো সাংবাদিকদের ওপর খুবই ক্ষুব্ধ৷ তাঁদের মতে, সত্যিকার অর্থে সেরকম কোনো সাংবাদিকই নাকি নেই বাংলাদেশে৷
অন্যদিকে ‘সংবাদমাধ্যমগুলো একচেটিয়ে সংবাদ প্রকাশ করে' বলে অনুযোগ করেছেন পাঠক আবদুল করিম৷
আর শামীম খানের মতে, সংবাদপত্রগুলো নাকি শতকরা ৯০ভাগই মিথ্যে সংবাদ প্রকাশ করে৷
পাঠক শামীম খানের এই মন্তব্যের সাথে শামীম উদ্দিন যোগ করেছেন, ‘তা জাতির জন্য ভয়ংকর'৷ আর পল্লব বলছেন, ‘ভয়াবহ'৷
শ্যাম্পু আর ডিটারজেন্ট দিয়ে বানানো দুধের মান যেরকম হয়, বাংলাদেশেসাংবাদিকতার মান নাকি তেমনি৷ একথা বলছেন শাকিল আহমেদ৷
সাংবাদিকদের সম্পর্কে হিমান্দ্র হিমুর মন্তব্য, রক্ষকের কাছে নাকি সমস্ত জ্ঞান বিক্রিত৷
‘তাঁরা ‘নিরপেক্ষ ও গঠনমূলক খবর তুলে ধরবেন পাঠকদের কাছে'- বাংলাদেশের সাংবাদিকদের কাছে ডয়চে ভেলের পাঠক সজিব চৌধুরীর শুধু এটাই প্রত্যাশা৷
আর ইকবাল হোসেন সরাসরিই বলছেন, ‘সাংদিকরা ক্ষমতার কাছে বন্দি'৷
ওহিদুল ইসলাম খোকার মতে, সাংবাদিকতার মান মোটেই ভালো না আর এজন্য দায়ী নাকি দেশের সরকার৷
আর তারেক হোসেন খানিকটা রসিকতা করেই বলছেন, ‘‘সাংবাদিক কোথায় বাংলাদেশে?'' তাঁর মতে, সকলেই নাকি হয় আওয়ামীলীগ, না হয় বিএনপি'র লোক৷ আর বাবু ভুইঞা এ বিষয়টিকে খুবই লজ্জাজনক বলে মনে করেন৷
শাহীনসহ বেশ কয়েকজন পাঠকের মতে, বাংলাদেশের সংবাদমাধ্যম নাকি হলুদ সাংবাদিকতায় ভরে গেছে৷
সংকলন: নুরুননাহার সত্তার
সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী