1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাঈদীর মামলার রায়

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৭ ফেব্রুয়ারি ২০১৩

জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধ মামলার রায় দেয়া হবে আগামীকাল বৃহস্পতিবার৷ বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ বুধবার এ ঘোষণা দেন৷

https://p.dw.com/p/17mbN
ছবি: AP

রায়ে সর্বোচ্চ শাস্তির আশা প্রসিকিউশনের৷ এদিকে ট্রাইব্যুনালে নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন ডেপুটি রেজিষ্ট্রার৷ আর জমায়াতে ইসলামী রায়ের দিন আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে৷

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পর দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলা দিয়ে শুরু হয় তার কার্যক্রম৷ মামলার সব কাজ শেষ হলেও স্কাইপ সংলাপ বিতর্কের কারণে বিচারপতি নিজামুল হক নাসিমের পদত্যাগে ট্রাইব্যুনাল পুনর্গঠিত হলে ফের যুক্তিতর্ক উপস্থাপন হয়৷ গত ২৯ জানুয়ারি দু'পক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য দিন অপেক্ষমান রাখে ট্রাইব্যুনাল৷ আর বৃহস্পতিবার সেই রায় ঘোষণার দিন বলে জানায় ট্রাইবুন্যাল, যা সাংবাদিদের জানান চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু৷

২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একটি মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেফতারের পর, ২ আগস্ট সাঈদীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে পিরোজপুর জেলায় হত্যা, গণহত্যা, ধর্ষণ ও জ্বালাও-পোড়াওয়ের ঘটনায় ২০টি অভিযোগ আনা হয়৷ ৪ হাজার ৭৪ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দিলে ১৪ জুলাই ২০১১ সালে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল৷ তবে ২০টি অভিযোগের মধ্যে একটিতে দালিলিক প্রমাণ দিয়েছে, আর বাকি অভিযোগে সাক্ষী উপস্থাপন করেছে প্রসিকিউশন৷ তাই রায়ে সর্বোচ্চ শাস্তির আশা করেছেন প্রসিকিউটর হায়দার আলি৷

এদিকে রায় ঘোষণার দিনই বৃহস্পতিবার সারাদেশে দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী৷ সংগঠনটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম এক বিবৃতিকে এই কর্মসূচির কথা জানান৷

ট্রাইব্যুনালের ডেপুটি রেজিষ্ট্রার মেজবাহ আহমেদ জানিয়েছেন এতে রায় ঘোষণায় কোনো প্রভাব পড়বেনা৷ যথা সময়েই রায় দেয়া হবে৷ কোনোরকম নাশকতা এড়াতে ট্রাইব্যুনালের নিরাপত্তা আরও জোরদার থাকবে৷

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সাঈদীর মামলার রায় পড়া শুরু হবে বলে জানানো হয়৷ এর আগে দুইটি মামলার রায়ে মাওলানা আবুল কালাম আযাদকে ফাঁসি এবং কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য