সময় বেঁধে দিল সাংবাদিকরা
৬ সেপ্টেম্বর ২০১২এরমধ্যে অপরাধীরা গ্রেফতার না হলে ২৬শে সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান গ্রহণ এবং মহাসমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে৷ এদিকে সাগর-রুনির পরিবার তদন্তের দীর্ঘসূত্রিতায় আবারো হতাশা প্রকাশ করেছেন৷
সাংবাদিকরা সাগর-রুনি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে ১১ই সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ এবং ১৬ই সেপ্টেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে গ্রেফতারের দাবিতে পদযাত্রা ও এটিএন বাংলা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন৷ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা এক যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি দেন৷ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী সংবাদ সম্মেলনে জানান, ২৫শে সেপ্টেম্বরের মধ্যে সাগর-রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করতে হবে৷ অন্যথায় ২৬শে সেপ্টেম্বর প্রেসক্লাবের সামনে সাংবাদিক মহাসমাবেশের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে৷
এদিকে সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে আবারও হতাশা প্রকাশ করেছেন রুনির ভাই নওশের রোমান৷ তিনি বলেন, তদন্তে এখনো তাঁরা কোন দৃশ্যমান অগ্রগতি দেখতে পাননি - যা তাদের আশাহত করেছে৷ তিনি ডয়চে ভেলেকে জানান, তাঁদের পক্ষ থেকে ব়্যাবকে তদন্তে সব ধরণের সহযোগিতা দেয়া হচ্ছে৷ তারপরও ব়্যাব বলছে তাঁরা সহযোগিতা পাচ্ছেন না - যা খুবই বিব্রতকর৷
তিনি বলেন, সাগর-রুনির হত্যাকারী গ্রেফতার না হওয়া পর্যন্ত তাঁরা কোন তদন্তেরই কোন ফল পাচ্ছেন না৷ তদের একমাত্র দাবি অপরাধীদের গ্রেফতার৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: জাহিদুল হক