1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগর-রুনি হত্যাকাণ্ড

১৭ ফেব্রুয়ারি ২০১২

সাগর সরওয়ার-মেহেরুন রুনি সাংবাদিক দম্পতির হত্যাকারীদের গ্রেফতারে ৭২ ঘন্টা সময় বেঁধে দিয়েছে সাংবাদিক সংগঠনগুলো৷ আর ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম বলেছেন, তারা শতভগ নিশ্চিত না হয়ে কাউকে গ্রেফতার করবেন না৷

https://p.dw.com/p/144Jd
ছবি: Harun Ur Rashid Swapan

সাগর-রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের ৭দিনেও তদন্তে নতুন কোন অগ্রগতির খবর দিতে পারছেনা পুলিশ৷ তাদের ঘোষিত ‘সহসাই সুখবরেরও' কোন খবর নেই৷ ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপ-কমিশনার মনিরুল ইসলাম জানান, এপর্যন্ত তদন্তে তারা বুঝতে পেরেছেন ঘাতকরা রুনিকে আগে হত্যা করে৷ তারপর সাগরকে৷ তিনি বলেন, এই হত্যাকাণ্ড নিয়ে নানা গুজব আছে৷ আছে সংবাদ মাধ্যমে নানা খবর৷ তারা সব কিছুই পর্যবেক্ষণ করছেন৷ কিন্তু এখন পর্যন্ত এই মামলায় তারা কাউকে আটক বা গ্রেফতার করেননি৷ কারণ শতভাগ নিশ্চিত না হয়ে তারা কাউকে গ্রেফতার করবেননা৷

Former DW Editor Sagar Sarowar with his wife and son: Mr Sarowar was killed in Dhaka with his wife on February 11, 2012. Foto: Mohammad Zahidul Haque
হত্যাকারীরা মুছে দিয়েছে সাগর-রুনির প্রাণছবি: DW

মাহনগর পুলিশের মুখপাত্র বলেন, তারা এখনো খুনিদের ব্যাপারে নিশ্চিত হতে না পারলেও এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারে সন্দেহে ১০/১২ জনের ওপর তারা নজর রাখছেন৷ তাদের গতিবিধি প্রত্যক্ষ করা হচ্ছে৷ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে৷ তবে তাদের নাম প্রকাশ করেননি মহানগর পুলিশের মুখপাত্র৷

এদিকে ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন প্রতিবাদ সভায় ৭২ ঘন্টার মধ্যে সাগর-রুনি দম্পতি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে৷ অন্যথায় তারা কঠোর কর্মসূচি দেবে৷ সাংবাদিক নেতারা দাবি করেন, তদন্তে সময় ক্ষেপণ করে আসামিদের আড়াল করা হলে তা মেনে নেবেনা সাংবাদিক সমাজ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য