1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাধারণের আশা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩ জুন ২০১৩

বাংলাদেশের জাতীয় সংসদে এবারের বাজেট অধিবেশনে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক৷ প্রত্যাশা বাজেট কেমন হবে তা নিয়ে নয়, বরং রাজনৈতিক সংকট নিরসনে অধিবেশনে কি হয় তাই নিয়ে৷ তাদের আশা সরকার ও বিরোধী দল যেন ঐক্যমতে আসে৷

https://p.dw.com/p/18ix4
Police officers help a man cross a street during a clash with activists of Hefajat-e Islam in front of the national mosque in Dhaka May 5, 2013. At least one person was killed, more than one hundred injured, including journalists, and thirteen vehicles torched as activists from Hefajat-e Islam and Islami Chhatra Shibir clashed with police at the city's Paltan area. According to local media, Hefajat activists demanded for the introduction of blasphemy laws and a 13-point agenda, while blocking major roads in Dhaka. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: POLITICS CIVIL UNREST RELIGION)
ছবি: Reuters

জাতীয় সংসদের বজেট অধিবেশন শুরু হয়েছে সোমবার বিকেলে৷ সংসদ সদস্যপদ বাঁচানো হোক বা অন্য যে কোনো কারণেই হোক বিরোধী দল এই অধিবেশনে যোগ দিয়েছে৷ তাই এই অধিবেশন নিয়ে দেশের মানুষের প্রত্যাশার পারদ উপরে উঠছে৷

কারওয়ান বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী শরিফুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, বিরোধী দল বিএনপির উচিত হবে তারা সুনির্দিষ্টভাবে কি চায় তা যেন সংসদে বলে৷ নির্বাচনের সময় নির্দলীয় নিরপেক্ষ সরকারের রূপরেখা তারা যেন সংসদে তুলে ধরে৷ তাহলে সরকার তাদের দাবি মানুক আর নাই মানুক, দেশের মানুষ তা জানতে পারবে৷ বিএনপি সংসদে তাদের যুক্তি তুলে ধরতে পারবে৷ আর সরকার যদি দাবি না মানে, তাহলেও নিশ্চয়ই তারা তাদের যুক্তি তুলে ধরবে৷ তা থেকে দেশের মানুষ বুঝতে পারবে আসলে কাদের কথা যৌক্তিক৷ দেশের মানুষের নিশ্চয়ই যৌক্তিক জ্ঞান আছে৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী নুরুন্নাহার পলি বলেন, বিএনপি যেহেতু সংসদে যোগ দিয়েছে তাই তাদের সেখানে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে কথা বলা উচিত৷ রাজপথে আন্দোলন এবং সহিংসতার চেয়ে সংসদে যুক্তি তুলে ধরলে তা সাধারণ মানুষ ভালোভাবে জানতে পারবে৷ সরকার ও বিরোধী দল – উভয়েরই দেশের সাধারণ মানুষের যুক্তি এবং বিবেচনাবোধের ওপর আস্থা রাখা উচিত৷

সাংবাদিক আরিফ রেজা মাহমুদ বলেন, বিএনপি রাজপথে আন্দোলন করছে৷ তাই সংসদেও তাদের দাবি তুলে ধরা উচিত৷ আর সংসদে দাবি তুললে রাজপথের আন্দোলন বন্ধ হয়ে যাবে, এমন তো নয়৷

সুশাসনের জন্য নাগরিক-সুজনের প্রধান ডা. বদিউল আলম মজুমদার ডয়চে ভেলেকে বলেন, দেশের মানুষের এই প্রত্যাশা স্বাভাবিক৷ কারণ তারা আর হরতাল বা সহিংসতা চায় না৷ তারা চায় আগামীতে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন৷ তাই বিএনপি যেন আর অধিবেশন বর্জন না করে৷ সংসদে থেকেই তারা যেন তাদের প্রস্তাব তুলে ধরে৷ তুলে ধরে তাদের যুক্তি৷ আর সরকারি দলও যেন তাদের যৌক্তিক দাবি গ্রহণ করে৷

তিনি বলেন, সরকার ও বিরোধী দল যদি সদিচ্ছা দেখায় তাহলে সংসদের এই অধিবেশনেই রাজনৈতিক সংকট সামাধানের পথ বের হতে পারবে৷ দেশের মানুষও ছাড়তে পারবে স্বস্তির নিঃশ্বাস৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য