সাধারণের আশা
৩ জুন ২০১৩
জাতীয় সংসদের বজেট অধিবেশন শুরু হয়েছে সোমবার বিকেলে৷ সংসদ সদস্যপদ বাঁচানো হোক বা অন্য যে কোনো কারণেই হোক বিরোধী দল এই অধিবেশনে যোগ দিয়েছে৷ তাই এই অধিবেশন নিয়ে দেশের মানুষের প্রত্যাশার পারদ উপরে উঠছে৷
কারওয়ান বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী শরিফুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, বিরোধী দল বিএনপির উচিত হবে তারা সুনির্দিষ্টভাবে কি চায় তা যেন সংসদে বলে৷ নির্বাচনের সময় নির্দলীয় নিরপেক্ষ সরকারের রূপরেখা তারা যেন সংসদে তুলে ধরে৷ তাহলে সরকার তাদের দাবি মানুক আর নাই মানুক, দেশের মানুষ তা জানতে পারবে৷ বিএনপি সংসদে তাদের যুক্তি তুলে ধরতে পারবে৷ আর সরকার যদি দাবি না মানে, তাহলেও নিশ্চয়ই তারা তাদের যুক্তি তুলে ধরবে৷ তা থেকে দেশের মানুষ বুঝতে পারবে আসলে কাদের কথা যৌক্তিক৷ দেশের মানুষের নিশ্চয়ই যৌক্তিক জ্ঞান আছে৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী নুরুন্নাহার পলি বলেন, বিএনপি যেহেতু সংসদে যোগ দিয়েছে তাই তাদের সেখানে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে কথা বলা উচিত৷ রাজপথে আন্দোলন এবং সহিংসতার চেয়ে সংসদে যুক্তি তুলে ধরলে তা সাধারণ মানুষ ভালোভাবে জানতে পারবে৷ সরকার ও বিরোধী দল – উভয়েরই দেশের সাধারণ মানুষের যুক্তি এবং বিবেচনাবোধের ওপর আস্থা রাখা উচিত৷
সাংবাদিক আরিফ রেজা মাহমুদ বলেন, বিএনপি রাজপথে আন্দোলন করছে৷ তাই সংসদেও তাদের দাবি তুলে ধরা উচিত৷ আর সংসদে দাবি তুললে রাজপথের আন্দোলন বন্ধ হয়ে যাবে, এমন তো নয়৷
সুশাসনের জন্য নাগরিক-সুজনের প্রধান ডা. বদিউল আলম মজুমদার ডয়চে ভেলেকে বলেন, দেশের মানুষের এই প্রত্যাশা স্বাভাবিক৷ কারণ তারা আর হরতাল বা সহিংসতা চায় না৷ তারা চায় আগামীতে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন৷ তাই বিএনপি যেন আর অধিবেশন বর্জন না করে৷ সংসদে থেকেই তারা যেন তাদের প্রস্তাব তুলে ধরে৷ তুলে ধরে তাদের যুক্তি৷ আর সরকারি দলও যেন তাদের যৌক্তিক দাবি গ্রহণ করে৷
তিনি বলেন, সরকার ও বিরোধী দল যদি সদিচ্ছা দেখায় তাহলে সংসদের এই অধিবেশনেই রাজনৈতিক সংকট সামাধানের পথ বের হতে পারবে৷ দেশের মানুষও ছাড়তে পারবে স্বস্তির নিঃশ্বাস৷