1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সাবধান, রাস্তায় সিংহ নেমেছে!’

১৯ এপ্রিল ২০১৭

জেব্রা ক্রসিং সব গাড়িচালকই চেনেন, কিন্তু লায়ন ক্রসিং? ভারতের গুজরাট রাজ্যের আমরেলি জেলার পিপাভাও-রাজুলা হাইওয়েতে সেই লায়ন ক্রসিংয়ের জন্য যানজট হয়ে সে এক কেলেংকারি৷

https://p.dw.com/p/2bUNC
Bildergalerie Asiatischer Löwe
ছবি: Getty Images/AFP/S. Panthaky

১৪ই এপ্রিলের ঘটনা, ভিডিওটা ইউটিউবে ওঠার পর তা ভাইরাল হয়ে যেতে স্বভাবতই বেশি সময় লাগেনি৷ অন্তত বারোটি এশিয়াটিক লায়নের একটি দল সন্ধ্যার অন্ধকারে রাস্তা পার হচ্ছে৷ দু'পাশে গাড়ির হেডলাইটের আলোয় তাদের স্পষ্ট দেখা যাচ্ছে৷

এএনআই নিউজে প্রকাশিত ভিডিওটি দৃশ্যত একটি গাড়ির ভিতর থেকে তোলা; ভেতরে গান বাজছে; এক মহিলা ও এক পুরুষের কথাবার্তাও শোনা যাচ্ছে৷ পুরুষটি এক-দুই-তিন করে সিংহ গোনার চেষ্টা করলেন৷

ততক্ষণে গাড়ির বাঁ দিকে এক মোটরসাইকেল চালক তার পেছনে বসা বন্ধু বা সহযোগীকে নিয়ে অকুস্থলে পৌঁছে গেছেন৷ হাফ শার্ট পরে, মোটরসাইকেল থেকে পা নামিয়ে বসে এই দুই অকুতোভয় সিংহদের রাস্তা পার হওয়া দেখছেন যেন ভেড়া কি ছাগলের পাল রাস্তা পার হচ্ছে৷

ভিডিওর শেষে বাকি সব সিংহ হাইওয়ের কংক্রিটের বাঁক পার হয়ে অন্ধকারে মিলিয়ে গেছে, শুধু এক বেচারা বোধহয় একটু দেরি করে ফেলেছিল – তার আর হাইওয়ে পার হওয়ার সাহস হয়নি; মাঝপথে উল্টোমুখে বেঁকে সে আবার ফেরৎ গেছে৷ ট্রাফিক আটকে রয়েছে তখন প্রায় পনেরো মিনিট৷

তিনটি প্রশ্ন থেকে যায়: সিংহরা কি এই হাইওয়ে নিয়মিত পার হয়? দ্বিতীয়ত, তারা কি ঠিক এ জায়গা দিয়েই পার হয়? তৃতীয়ত, ইউটিউব স্টার হওয়ার পরেও কি তারা ভরসন্ধ্যেয় ওভাবে রাস্তা পার হবে?

এএনআই-এর খবর অনুযায়ী, গুজরাটের ওই এলাকায় বহু সিংহ গাড়ি আর ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছে৷

 

এসি/এসিবি