কড়াকড়ি শিথিলের ঘোষণা করলেন ম্যার্কেল
১৮ জুন ২০২০বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনার পর জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল করোনা সংকটের ক্ষেত্রে পরবর্তী পরবর্তী পদক্ষেপের রূপরেখা তুলে ধরলেন৷ ম্যার্কেল বলেন, এখনো পর্যন্ত কোনো ওষুধ ও টিকা আবিষ্কার না হওয়ায় মৌলিক সাবধানতার বিধিনিয়ম জার্মানিতে আপাতত চালু থাকছে৷ অর্থাৎ মানুষের মধ্যে দেড় মিটার ব্যবধান, দোকানবাজারসহ কিছু জায়গায় মাস্ক পরার নিয়ম ও স্বাস্থ্যবিধির ক্ষেত্রে কড়াকড়ি সার্বিকভাবে বজায় থাকবে৷ কারণ এই সব পদক্ষেপের ফলে জার্মানিতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৷ ফলে সেই সাফল্য ত্যাগ করার কোনো কারণ দেখছেন না ফেডারেল ও রাজ্য স্তরের শীর্ষ নেতারা৷ জনসাধারণের উদ্দেশ্যেও সাবধানতা বজায় রাখার আবেদন জানানো হয়েছে৷
সার্বিক বিধিনিয়ম চালু রেখেও কিছু ক্ষেত্রে কড়াকড়ি শিথিল করার কথা ঘোষণা করলেন চ্যান্সেলর ম্যার্কেল৷ যেমন পরিস্থিতির অবনতি না ঘটলে গ্রীষ্মের ছুটিরপর সব রাজ্যে স্কুল খোলা হবে৷ তবে পুরোদমে স্কুল চালু হতে আরও কিছু সময় লাগবে৷ শিক্ষার বিষয়টি রাজ্যের এক্তিয়ারে থাকায় বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ও বিশেষজ্ঞদের এক বৈঠকে সে বিষয়ে স্পষ্ট দিশা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে৷
খেলাধুলা, সংগীত বা অন্য সব ক্ষেত্রে বড় আকারের অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞার মেয়াদ কমপক্ষে অক্টোবর মাসের শেষ পর্যন্ত বাড়ানো হচ্ছে৷ এভাবে মানুষের ভিড় যতটা সম্ভব কম রাখতে চায় ফেডারেল ও রাজ্য সরকারগুলি৷ এমন অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সংক্রমণ ঘটলে সব দর্শকদের চিহ্নিত করে যোগাযোগ করা কার্যত অসম্ভব৷ তাই এ ক্ষেত্রে এখনো কোনো ঝুঁকি নেওয়া হচ্ছে না৷ তবে কোনো রাজ্যে পরিস্থিতির উন্নতি হলে সেখানে এমন কড়াকড়ি তুলে নেওয়া হতে পারে৷
মঙ্গলবার জার্মানিতে করোনা-অ্যাপ চালু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন ম্যার্কেল৷ তাঁর মতে, সূচনা ভালোই হয়েছে, এবার সেই হাতিয়ারকে কার্যকর করো তোলার পালা৷ সংক্রমণ চিহ্নিত করার কাজে সাহায্য করতে যে সব নাগরিক স্বেচ্ছায় এই অ্যাপ ডাউনলোড করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান ম্যার্কেল৷ উল্লেখ্য, বুধবার দুপুরের মধ্যেই ৭০ লাখ বার এই অ্যাপ ডাউনলোড করা হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে৷
জার্মানির ফেডারেল কাঠামোর আওতায় রাজ্য সরকারগুলির নিজস্ব ক্ষমতা প্রয়োগের সুযোগ থাকলেও করোনা সংকটের শুরু থেকে ফেডারেল ও রাজ্য স্তরের মধ্যে মৌলিক বিষয়গুলির ক্ষেত্রে সফল সমন্বয়ের প্রশংসা করেন বাভেরিয়ার মূখ্যমন্ত্রী মার্কুস স্যোডার৷ তাঁর মতে, সাবধানতা বজায় রেখে যেভাবে বিধিনিয়ম ধাপে ধাপে শিথিল করা হচ্ছে, সেটাই সঠিক পথ৷
করোনা সংকটের অর্থনৈতিক ধাক্কা সামলাতে পদক্ষেপ সম্পর্কেও বুধবারের বৈঠকে ফেডারেল ও রাজ্য সরকারের মধ্যে ঐকমত্য দেখা গেছে৷ ১৩,০০০ কোটি ইউরো অঙ্কের অর্থনৈতিক প্রণোদনার ফলে আগামী মাসগুলিতে অর্থনীতি আবার চাঙ্গা হয়ে উঠবে বলে শীর্ষ নেতারা আশা প্রকাশ করেন৷
এসবি/কেএম (ডিপিএ, রয়টার্স)
১৪ জুনের ছবিঘরটি দেখুন...