1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিকল্পিত হামলা

৭ অক্টোবর ২০১২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্যই একটি মহল পরিকল্পিতভাবে কক্সবাজারে বৌদ্ধ বসতি এবং বৌদ্ধ বিহারে হামলা চালিয়েছে৷

https://p.dw.com/p/16LhJ
ছবি: Reuters

এদিকে, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া দাবি করেছেন সরকারের লোকজনই এই হামলার জন্য দায়ী৷

বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় নেতারা শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন৷ তাঁরা কক্সবাজার এবং চট্টগ্রামে বৌদ্ধ বসতি এবং বিহারে হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এই হামলার নানা উদ্দেশ্য আছে৷ মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট এবং যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করা৷ একটি মহল পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে৷ তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে৷

তিনি বলেন রোহিঙ্গাদের বাংলাদেশে ঢোকানোও এই হামলার উদ্দেশ্য৷ হামলা ধরন, আকস্মিকতা এবং তথ্য প্রমাণে তা স্পষ্ট হয়েছে৷

প্রধানমন্ত্রী আশঙ্কা করেন সামনে দূর্গাপুজার সময়ও হামলা হতে পারে৷ তাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে৷

এদিকে ঢাকার বাইরে এক সমাবেশে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন, রামুতে হামলার সঙ্গে সরকারের লোকজন জড়িত৷ কিন্তু তাদের না ধরে বিরোধী দলের নেতা কর্মীদের আটক করা হচ্ছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য