1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কামারুজ্জামানের বিরুদ্ধে রায়

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৯ মে ২০১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধ মামলার চতুর্থ রায় দেয়া হচ্ছে বৃহস্পতিবার৷ এই রায় হবে জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে৷ এ রায়কে সামনে রেখে শুধু ঢাকা নয়, সারা দেশের নিরাপত্তাই জোরদার করা হয়েছে৷

https://p.dw.com/p/18UHT
ছবি: AP

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় ২০১০ সালের ২৯শে জুলাই৷ এরপর তাকে যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার দেখান হয় একই বছরের ২রা আগস্ট৷

১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটসহ সাত ধরণের মানবতাবিরোধী অভিযোগ আনা হয় কামারুজ্জামানের বিরুদ্ধে৷ ট্রাইব্যুনাল ২-এ গত ১৬ই এপ্রিল মামলার সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপনসহ সব ধরণের কাজ শেষ হয়৷ রায়ের জন্য অপেক্ষমান এই মামলাটির রায় ঘোষণার দিন জানানো হয় বুধবার৷

কামারুজ্জামান শেরপুর অঞ্চলে হত্যা ও ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ৷ আর আলবদর বাহিনীর কমান্ডার হিসেবে ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বরসহ মুক্তিযুদ্ধ চলাকালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মূল হোতা ও পরিকল্পনাকারী হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে৷ প্রসিকিউটর এ কে এম সাইফুল ইসলাম ডয়চে ভেলেকে জানান যে, তারা আদালতে কামারুজ্জানের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপনে সক্ষম হয়েছেন৷ তাই তারা আশা করেন, তার সর্বোচ্চ শাস্তি হবে৷

২০১০ সালের ২৫শে মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হওয়ার পর, এখন পর্যন্ত মট তিনটি মামলার রায় ঘোষণা করা হয়েছে৷ প্রথম রায়ে জামায়াতের সাবেক নেতা মাওলানা আবুল কালাম আযাদকে পলাতক অবস্থায় মৃতু্যদণ্ড দেয়া হয়৷ দ্বিতীয় রায়ে জমায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তৃতীয় রায়ে জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে মৃতু্যদণ্ড দেয়া হয়৷ ২৮শে ফেব্রুয়ারি সাঈদীর মৃতু্যদণ্ডের রায় ঘোষণার পর, জামায়াত শিবির সারা দেশে ব্যাপক তাণ্ডব চালায়৷ চার দিনের তাণ্ডবে তারা দেশের ২১টি জেলার পুলিশ স্টেশনগুলিতে হামলা, পুলিশের ওপর হামলা, সংখ্যালঘুদের ওপর হামলা এবং তাদের বাড়িঘর ও উপসনালয়ে আগুন দিয়ে এক ত্রাসের রাজত্ব কায়েম করে৷ সে সময় সারা দেশে পুলিশসহ প্রায় ১০০ জন নিহত হন৷

সেই ত্রাসের ঘটনার পর বৃহস্পতিবার জামায়াত নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে রায় দেয়া হচ্ছে৷ ব়্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান কর্ণেল জিয়াউল আহসান ডয়চে ভেলেকে জানান, রায় ঘেষণার পর এবার আর তাণ্ডব সৃষ্টির কোনো সুযোগ দেয়া হবে না৷ তাই শুধু ঢাকা নয়, সারা দেশেই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে৷ পুলিশ এবং ব়্যাব ছাড়াও গোয়েন্দা জাল বিস্তার করা হয়েছে বিভিন্ন অঞ্চলে৷ আর ঢাকার ট্রাইব্যুনাল এবং আশপাশের এলাকা তিন স্তরের নিরপত্তার চাঁদরে ঢেকে ফেলা হয়েছে বলে খবর৷

এদিকে, বুধবার সন্ধ্যা থেকেই শাহবাগের গণজাগরণ মঞ্চে অবস্থান নিতে শুরু করেছে তরুণ প্রজন্ম৷ তারা সেখানে মাইক লাগিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে তুলছে শাহবাগ এলাকা৷ গণজাগরণ মঞ্চের সংগঠকদের একজন মারুফ রসূল ডয়চে ভেলেকে জানান, প্রতিটি রায়ের আগেই তাদের গণজাগরণ মঞ্চে সমবেত হওয়ার কর্মসূচি ঘোষণা করা আছে৷ তারা সেই কর্মসূচি অনুযায়ীই সমবেত হয়েছেন৷ মঞ্চ সরিয়ে তাদের আন্দোলন থামানো যাবেনা বলেও জানিয়েছেন তিনি৷

উল্লেখ্য, গত ৫ই ফেব্রুয়ারি যুদ্ধাপরাধ মামলায় জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে এবং ফাঁসির দাবিতে শুরু হয় শাহবাগের গণজাগরণ মঞ্চ৷ তবে গত রবিবার রাতে মতিঝিলে হেফাজতে ইসলামের অবস্থান ভেঙে দেয়ার পর, ভোররাতে শাহবাগের গণজাগরণ মঞ্চের মঞ্চসহ সব স্থাপনা সরিয়ে নেয় পুলিশ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য