সারাদেশে ২২৫টি কোভিড আইসিইউ বেড ফাঁকা
২৮ জুন ২০২০ব্রিফিংয়ে দেশের হাসপাতালগুলোর চিকিৎসা সক্ষমতার চিত্র তুলে ধরেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা৷ জানান বর্তমানে ঢাকা মহানগরে কোভিড-১৯ রোগীদের জন্য নিবেদিত হাসপাতালগুলোতে মোট পাঁচ হাজার ৯৮৫ টি সাধারণ শয্যা রয়েছে, আইসিইউ রয়েছে ২০২টি৷ সারাদেশের হাসপাতালগুলোতে কোভিড-১৯ আক্রান্তদের জন্য সাধারণ শয্যার সংখ্যা ১৪ হাজার ৩৪৮টি আর আইসিইউ রয়েছে ৪২১টি৷ এগুলোতে ‘হাই ফ্লো নেজাল ক্যানোলা’ ১০২টি, আর ‘অক্সিজেন কনসেন্ট্রেটর’ রয়েছে ৯৮টি৷
বর্তমানে সারাদেশে সাধারণ বেডে কোভিড আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন চার হাজার ৮৯৮ জন৷ আইসিইউ বেডের মধ্যে ১৯৬টিতে রোগী ভর্তি রয়েছেন৷ গত ২৪ ঘণ্টায় কোভিড ১৯ এ আক্রান্ত ৬০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন৷ ছাড়া পেয়েছেন ৫৯০ জন৷
২৪ ঘণ্টায় ৪৩ জনের মৃত্যু
বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৩৮ জনে, যা মোট শনাক্তের ১.২৬ শতাংশ৷
একদিনে মোট পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৯৯টি নমুনা৷ এর মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন হাজার ৮০৯ জন৷ পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২১.০৫ শতাংশ৷ বাংলাদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ৩৭ হাজার ৭৮৭ জনে৷
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৪৩ জনের মধ্যে ৩১ জনই ছিলেন পুরুষ আর ১৪ জন নারী৷ ২১ থেকে ৩০ বছর বয়সী ছিলেন দুইজন এবং ৩১ থেকে ৪০ এর মধ্যে ছিলেন একজন৷ বাকিদের বয়স এর বেশি৷ ৩০ জনই মারা গেছে হাসপাতালে৷
এফএস/জেডএ