1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সার্ক’এর পরিচয় এখনো রাজনৈতিক মাত্রা পায় নি’

১৪ নভেম্বর ২০১১

গত সপ্তাহে মালদ্বীপে সপ্তদশ সার্ক সম্মেলন শেষ হলো৷ ভারত-পাকিস্তান বা ভারত-বাংলাদেশ আলোচনা নিয়ে অনেক হইচই হলেও সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার প্রাপ্তি উল্লেখযোগ্য নয়৷ তাহলে রাষ্ট্রজোট হিসেবে সার্ক কি ব্যর্থ?

https://p.dw.com/p/139yI
Indian Prime Minister Manmohan Singh, second left, addresses the media as Pakistani Prime Minister Yousuf Raza Gilani, second right, Indian Foreign Minister S.M. Krishna, left, and Pakistani Foreign Minister Hina Rabbani Khar look on after their meeting on the sidelines of the South Asian Association for Regional Cooperation (SAARC) summit in Addu, Maldives, Thursday, Nov. 10, 2011. Singh said Thursday that India and rival Pakistan needed to stop wasting time trading barbs and open a new chapter in their relationship. (Foto: Eranga Jayawardena/AP/dapd)
ভারত-পাকিস্তান সম্পর্কই দক্ষিণ এশিয়ার সাফল্যের চাবিকাঠি রয়ে গেছেছবি: dapd

সার্ক'এর বর্তমান অবস্থার মূল্যায়ন করেছেন ভারতের রাজনীতি বিশেষজ্ঞ অধ্যাপক অশ্বিনী কুমার রায়৷ তাঁর মতে, এই রাষ্ট্রজোট একেবারে কৃত্রিম এক সৃষ্টি৷ ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের শেষে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়ে আজকের রাষ্ট্রগুলির জন্ম হয়েছে৷ শুধু আফগানিস্তানের মতো দেশকে আলাদা করে সার্ক'এ অন্তর্ভুক্ত করা হয়েছে৷ এই দেশগুলিরও জাতীয় পরিচয় এখনো তৈরি হয় নি বলে মনে করেন অধ্যাপক রায়৷ বিশেষ করে ভারত সম্পর্কে তাদের দুশ্চিন্তা ও সন্দেহ রয়ে গেছে৷ ভারত-পাকিস্তান সম্পর্কও গোটা অঞ্চলের দুশ্চিন্তার আরেকটি কারণ৷ এবারের সম্মেলন জুড়েও ছিল দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়াটি৷ সার্ক'এর কাঠামোয় দ্বিপাক্ষিক বিষয় আলোচনা করার বিধান নেই৷ তাই সম্মেলনের পাশাপাশি এমন বৈঠক হয়ে থাকে৷ ফলে সার্ক বিশ্ববিদ্যালয়, সাফ গেমস সহ কিছু ছোটখাটো উদ্যোগ ছাড়া সার্ক এখনো উল্লেখযোগ্য সাফল্য দেখাতে পারে নি৷ বিশেষ করে অর্থনৈতিক ইউনিয়নের ধারেকাছে যেতে পারে নি সার্ক৷

এই অবস্থায় বিভিন্ন দেশের মধ্যে ‘ট্র্যাক টু' বা সমান্তরাল সহযোগিতার প্রবণতা বেড়ে চলেছে৷ ভারতের সঙ্গে আঞ্চলিক দেশগুলির বোঝাপড়া যেমন হচ্ছে, তাদের নিজেদের মধ্যেও এমন সম্পর্ক বাড়ছে৷ সুশীল সমাজের মধ্যে সংলাপও এই ‘ট্র্যাক টু' কুটনীতির অঙ্গ৷

বর্তমান বিশ্বে আর্থিক ও অর্থনৈতিক সংকটের ফলে চাপে পড়ে সহযোগিতা ও পারস্পরিক নির্ভরতার প্রবণতা দেখা যাচ্ছে৷ সার্ক স্তরেও কি এর সুফল দেখা যাবে? এই প্রশ্নের জবাবে অধ্যাপক রায় বললেন, দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে এই চাপ শুরু থেকেই ছিল৷ আঞ্চলিক স্তরে অর্থনৈতিক সুফলের কথা জানা সত্ত্বেও কার্যক্ষেত্রে তেমন কিছু হয় নি৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক