সার্কে এবার জলবায়ু এবং আঞ্চলিক বাণিজ্যই মুখ্য বিষয়
২৬ এপ্রিল ২০১০বিশ্লেষকরা মনে করেন, আঞ্চলিকভাবে জলবায়ু নিয়ে কাজ করলে এই অঞ্চলের দর কষাকষির ক্ষমতা বাড়বে৷ আর আঞ্চলিক বাণিজ্য বাড়লে কমবে এই অঞ্চলের দারিদ্র্য৷
ভুটানের থিম্পুতে বুধবার শুরু হচ্ছে এবারের দু'দিনব্যাপী সার্ক শীর্ষ সম্মলন৷ পরিবেশবিদ ড. আতিক রহমান ডয়চে ভেলেকে জানান, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কোন দেশই রেহাই পাবেনা৷ তাই এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে কাজ করার৷ আর আন্তর্জাতিক ফোরামে একসঙ্গে দরকষাকষি করলে ক্ষতিপূরণ আদায় সহজ হবে৷
শিল্পপতি এবং ঢাকা চেম্বারের পরিচালক এমএস শেকিল চৌধুরী মনে করেন, সার্কে আঞ্চলিক ব্যবসা-বাণিজ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে৷ এর মাধ্যমে এই অঞ্চলের দারিদ্র্য কমিয়ে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে৷ তবে এর জন্য প্রয়োজন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন৷ তিনি বলেন, সার্কের মাধ্যমে আমরা আঞ্চলিক পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন এবং ভাগাভাগি করতে পারবে৷
এই দু‘জন বিশ্লেষকের মতে, জলবায়ু পরিবর্তন এবং অর্থনীতি এখন অঙ্গাঙ্গিভাবে জড়িত৷ সার্ককে এই দু‘টি বিষয় নিয়ে নতুন করে ভাবতে হবে৷
প্রতিবেদক : হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক