1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সার্কোজির প্রেমে পড়ার কাহিনী শোনালেন কার্লা

২৬ সেপ্টেম্বর ২০১১

ফুলের ঘায়ে মূর্ছা যাওয়ার কথা আমরা সবাই শুনেছি৷ কিন্তু ফুলের ল্যাটিন নাম শুনে কারো প্রেমে পড়ার কথা জানা আছে কি? নিকোলা সার্কোজি’র স্ত্রী কার্লা ব্রুনি সেই গল্পই শোনালেন৷

https://p.dw.com/p/12gTR
প্রেমের সেই হাসি সার্কোজি কার্লা দুজনেরই মুখেছবি: AP

ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি ও তাঁর স্ত্রী কার্লা ব্রুনি'কে নিয়ে কৌতূহলের শেষ নেই৷ ইটালির গায়িকা ব্রুনি কেন সার্কোজি'কে বিয়ে করেছিলেন, তা নিয়ে নানারকম তত্ত্ব ও গুজব চালু ছিল৷ এবার বিবিসি'র এক রেডিও অনুষ্ঠানে নিজেই সেই রহস্য উন্মোচন করলেন ব্রুনি৷ অনুষ্ঠানটি প্রচারিত হবে মঙ্গলবার৷

সেদিনের সেই স্মৃতি এখনো ভোলেন নি ব্রুনি৷ তাঁকে প্রেসিডেন্টের প্রাসাদ এলিজে প্যালেস'এর বিশাল বাগান ঘুরিয়ে দেখাচ্ছিলেন খোদ প্রেসিডেন্ট সার্কোজি৷ চারিদিকে গোলাপ, টিউলিপ ইত্যাদি ফুলের মেলা৷ সার্কোজি শুধু বাগান দেখিয়েই ক্ষান্ত হন নি, প্রতিটি ফুলের ল্যাটিন নাম পর্যন্ত শুনিয়েছেন৷ একে প্রেসিডেন্ট, তার উপর গাছপালা সম্পর্কে তাঁর এই জ্ঞানের বহর দেখে মুগ্ধ কার্লা৷ মনে মনে ভাবলেন, ‘‘মাই গড, এই মানুষটিকেই বিয়ে করতে হবে৷ ইনি প্রেসিডেন্ট, আবার ফুল সম্পর্কেও সব কিছু জেনে বসে আছেন! এ তো অসাধারণ ব্যাপার৷''

Frauen und Autowerbung Flash-Galerie
কার্লা ব্রুনির প্রতিভা বহুমুখী৷ নাম আছে গায়িকা হিসেবেও৷ছবি: picture-alliance/dpa

বিয়ে না হয় হলো৷ কিন্তু ইটালির যে নারী সারা জীবন ধরে বামপন্থী ভাবধারায় বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা চালিয়ে গেছেন, তাঁর পক্ষে রক্ষণশীল ফরাসি এক রাজনীতিকের সঙ্গে ঘর করা কি সহজ হতে পারে? এই প্রশ্নের জবাবে কার্লা বলেছেন, বাম-ডান বিষয়টি আসলে অত্যন্ত আপেক্ষিক৷ তাঁর মতে, মার্কিন যুক্তরাষ্টের মানদণ্ড অনুযায়ী বিচার করলে নিকোলা সার্কোজি'কে বামপন্থী ডেমোক্র্যাট বলা চলে৷ স্বামী-স্ত্রী দুজনেই এত ব্যস্ত থাকেন, যে তাঁদের পক্ষে নিজেদের জন্য সময় বার করাই কঠিন হয়ে পড়ে৷ তা নিয়েও মাঝে-মধ্যে সমস্যা হয়৷

আগামী অক্টোবর মাসের শেষে সার্কোজি'র সন্তানের জন্ম দিতে চলেছেন কার্লা ব্রুনি৷ তবে এবিষয়ে মুখ খুলতে চান না তিনি৷ সেটা ৪৩ বছর বয়সে মা হওয়ার কারণে কি না, তা স্পষ্ট নয়৷ আগের দুই স্ত্রীর সঙ্গে সার্কোজির ৩ সন্তান রয়েছে৷ এবার চতুর্থ সন্তানের জন্য অপেক্ষা করছেন নিকোলা ও কার্লা৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ