সিগারেটের প্যাকেটে থাকবে ক্যান্সার রোগীর ছবি
৮ এপ্রিল ২০১১সিগারেটের প্যাকেট সবসময়ই হয় রঙ-চঙে৷ লাল, নীল, সাদা রঙের মিশ্রণে বেশ আকর্ষণীয় প্যাকেট শোভা পায় দোকানে৷ এবং খুব ছোট ছোট অক্ষরে লেখা থাকে, ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর'৷ আর ঠিক এই জায়গাতেই কঠিন আঘাত হানল অস্ট্রেলিয়ার সরকার৷
দেশটির সরকার সংসদে একটি খসড়া প্রস্তাব পেশ করেছে সম্প্রতি৷ সেখানে উল্লেখ করা হয়েছে, বেশ স্পষ্ট করে লিখতে হবে ধূমপানের ফলে কী কী শারিরীক সমস্যা হতে পারে৷ এবং প্যাকেটের রঙ হবে জলপাই সবুজ৷ প্রশ্ন - এতো রঙ থাকতে, কেন জলপাই সবুজকে বেছে নেয়া হল ?
উত্তর খুব সোজা৷ ধূমপান নিয়ে যারা গবেষণা করে যাচ্ছেন, তাঁরা জানিয়েছেন ধূমপায়ীরা জলপাই রঙটি দেখতে পারেন না, পছন্দও করেন না৷ তাই এই রঙ৷
প্রস্তাবে আরো উল্লেখ করা হয়েছে যে, বেশ কিছু ভয়ঙ্কর ছবি ছেপে দেওয়া হবে প্রতিটি প্যাকেটে৷ এর মধ্যে থাকবে নষ্ট হয়ে যাওয়া দাঁত, অন্ধ মানুষের ছবি, ক্যান্সার এবং মৃত্যুপথযাত্রী শিশুদের ছবি৷ পুরো প্যাকেটের প্রায় ৭৫ শতাংশ জুড়েই থাকবে ছবিগুলো৷ স্বাস্থ্যমন্ত্রী নিকোলা রক্সন বলেন, ‘‘প্যাকেটগুলো দেখেই যেন ধূমপায়ীরা আর সিগারেট না কেনে, সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ এই ছবিগুলো দিয়ে বোঝানো হয়েছে ধূমপান কীভাবে একজন মানুষকে ধ্বংস করে৷ অস্ট্রেলিয়ায় প্রতি বছর যে প্রায় ১৫ হাজার মানুষ ধূমপান জণিত নানা রোগে ভূগে মারা যায়৷''
অস্ট্রেলিয়ার ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো জানিয়েছে, প্রস্তাব এখনো পাশ করা হয়নি, অথচ আগেই তা কার্যকর করা হচ্ছে৷ এটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী৷ এর উত্তরে রক্সান জানান, ‘‘সরকার এসব হুমকিকে ভয় পায় না৷ এসব কোম্পানি আইনের আশ্রয় নেবে তা আমরা জানি৷ এবং তাদের মোকাবিলা করতে তৈরি আমরাও৷ আদালতেই আমরা সুযোগ পাবো ধূমপানের ক্ষতিকর দিকগুলো তুলে ধরার৷''
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: দেবারতি গুহ