1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিডরের ১৪ বছরেও বাঁধ মেরামত হয়নি

১৫ নভেম্বর ২০২১

ঘূর্ণিঝড় সিডর ১৪ বছর আগে কেড়ে নিয়েছিলো হাজার মানুষের প্রাণ৷ কিন্তু আজও শেষ হয়নি বেড়িবাঁধ মেরামতের কাজ৷

https://p.dw.com/p/42zpE
ঘূর্ণিঝড় সিডর(ফাইল ছবি)ছবি: Jewel Samad/AFP/Getty Images

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কায়সার আলম জানান, সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের জন্য নেওয়া দুটি প্রকল্পের কাজ এখনও চলছে৷ এছাড়া আরও আটটি  প্রকল্পের মাধ্যমে মেরামতের কাজ চলছে৷ তিনি বলেন, "তবে আর্থিক সংকটের কারণে অনেক সংস্কার-কাজই করা সম্ভব হচ্ছে না৷”

ঘূর্ণিঝড় সিডরের তান্ডবে উপকূলীয় অঞ্চল লণ্ডভণ্ড হয়ে য়ায় ২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে৷ সরকারি হিসাবে সরকারি হিসাবে শুধু বরগুনাতেই প্রাণ হারায় এক হাজার ৩৪৫ জন৷ নিখোঁজ হয় আরও ১৫৬ জন৷ এ বিষয়ে জেলার ডিসি হাবিবুর রহমান বলেন, "মানুষের প্রাণহানি ছাড়াও সিডরে মারা যায় ৩০ হাজার ৪৯৯ গবাদিপশু, ছয় লাখ ৫৮ হাজার ২৫৯ হাঁস-মুরগি৷ জেলার দুই লাখ ১৩ হাজার ৪৬১ পরিবারের সবাই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়৷ সম্পূর্ণ গৃহহীন হয়ে পড়ে ৭৭ হাজার ৭৫৪ পরিবার৷” 

ঝড়ের পরদিনও এলাকাটি পানির নীচে ছিলো,  লাশ দাফনের জন্য উঁচু জায়গা ছিলোনা, ২৯ জনের লাশ নেওয়া হয় দূরের পশ্চিম গর্জনবুনিয়া গ্রামে৷ দাফনের কাপড় ছাড়াই তাদের মাটিচাপা দেওয়া হয়৷ সেই গণকবর সিডরের স্মৃতি হয়ে আছে৷

তাদের স্মরণে সোমবার জেলা প্রশাসন ও বরগুনা প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়৷ বেলা ১১টায় নলটোনা ইউনিয়ন পরিষদে আয়োজন করা হয় আলোচনা সভার ৷ সভায় ডিসি ছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিয়া শারমিন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান বাদশা, নলটোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে এম সফিকুজ্জামান মাহফুজ অংশ নেন৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য