সিনেমাই কি বদলে দিল ফেসবুক কাঠামো!
৯ অক্টোবর ২০১০ফেসবুক নিয়ে ছবি, ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক'৷ এই ছবি কিন্তু জাকারবার্গ এর জন্য খুব একটা আনন্দ বয়ে আনেনি৷ বরং তাঁর ইমেজে খানিকটা কালি লাগিয়েছে বক্স অফিস হিট এই সিনেমা৷ সেখানে জাকারবার্গকে তুলে ধরা হয়েছে ঔদ্ধত্যপূর্ণ আর কাটখোট্টা এক তরুণ হিসেবে৷
ও হ্যাঁ, জাকারবার্গকে কে, তাইতো এখনো বলা হলো না৷ ফেসবুক নামক যে ওয়েবসাইটটিতে আপনি-আমি সময়ক্ষেপণ করি, সেই সাইটটির সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ৷ ২৬ বছর বয়সি এই তরুণের ওয়েবসাইটে নিয়মিত আনাগোনা থাকে বিশ্বের ৫০ কোটি মানুষের৷
সেই ফেসবুক নিয়ে বিতর্কের শেষ নেই৷ এর নাকি নিরাপত্তা ব্যবস্থা ঠিক নেই৷ বিজ্ঞাপনী মানসিকতা বেশি৷ মোটের ওপর তথ্যের উপর নিয়ন্ত্রণ রাখা নিয়েও সমস্যা রয়েছে ফেসবুকে৷
এতসব বিতর্কের আপাত অবসান ঘটানোয় এবার সচেষ্ট ফেসবুক৷ গত সপ্তাহে সংস্থাটি অনলাইন নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের ঘোষণা দিয়েছে৷ এখন থেকে কেউ ফেসবুক ছেড়ে চলে যেতে চাইলে, তিনি তার প্রোফাইলের সবকিছু ডাউনলোড করে রাখতে পারবেন কম্পিউটারে৷ বলাবাহুল্য এমন সুবিধার কারণে ফেসবুকত্যাগীর সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে৷ তবে, জাকারবার্গ এই বিষয়টিকে আপাতত আমলে আনছেন না৷
আরো যে সুবিধা ফেসবুকে যোগ হয়েছে, তা হচ্ছে বন্ধুদের গ্রুপ তৈরি৷ বলে বসবেন না, এটাতো আগেও ছিল৷ হ্যাঁ ছিল, তবে সেটা গ্রুপ নয়, লিস্ট৷ পার্থক্য হচ্ছে গ্রুপ আকারে বন্ধু আর সহকর্মীদের মাঝে দেয়াল তোলা যাবে৷ দেয়াল তোলা যাবে আলাদা আলাদা ধরণের পরিচিতদের মাঝেও৷ এমন সব সুবিধাইতো চাইছে ফেসবুক ব্যবহারকারীরা৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন