1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার আলেপ্পোয় সংঘর্ষ

২১ জুলাই ২০১২

সিরিয়ার সরকারি সেনাদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ চলছে আলেপ্পো শহরে৷ আন্দোলনকারীরা জানিয়েছেন, দু’দিন ধরে সংঘর্ষ চলছে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম এই শহরে৷ অন্যদিকে, রাজধানী দামেস্কে এখন অস্বাভাবিক নিরবতা বিরাজ করছে৷

https://p.dw.com/p/15cmY
Demonstrators protest against Syria's President Bashar al-Assad at Al Hamra near Homs, July 20, 2012. The white flag (C) reads, "There is no god but Allah and Mohammad is the prophet". REUTERS/Shaam News Network/Handout (SYRIA - Tags: POLITICS CIVIL UNREST) FOR EDITORIAL USE ONLY. NOT FOR SALE FOR MARKETING OR ADVERTISING CAMPAIGNS. THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY. IT IS DISTRIBUTED, EXACTLY AS RECEIVED BY REUTERS, AS A SERVICE TO CLIENTS
ছবি: Reuters

লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবার সকাল থেকে আলেপ্পোয় সরকারি সেনাদের সঙ্গে বিদ্রোহী সেনাদের সংঘর্ষ অব্যাহত রয়েছে৷ দুপুরের পর থেকে সংঘর্ষ আরো বিস্তৃত হয়েছে৷ সংঘর্ষ বৃদ্ধি পাওয়ায় আলেপ্পোর সালেহেদিন এলাকা থেকে বাসিন্দারা সরে যেতে শুরু করেছে৷ বলাবাহুল্য, সিরিয়ায় গত ১৬ মাস ধরে চলা সরকারবিরোধী আন্দোলনে এর আগে এই শহরে সংঘর্ষ এতটা বিস্তৃত হয়নি৷

এদিকে, শুক্রবার সিরিয়ায় সংঘর্ষে নিহতের মোট সংখ্যা প্রকাশ করেছে অবজারভেটরি৷ সংগঠনটির দাবি অনুযায়ী, শুক্রবার সিরিয়ায় প্রাণ হারিয়েছে ২৩৩ ব্যক্তি৷ এদের মধ্যে ১৫৩ বেসামরিক নাগরিক, ৪৩ সেনা এবং ৩৭ বিদ্রোহী রয়েছে৷ সেদেশে আন্দোলন শুরুর পর থেকে অবশ্য একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার৷ দেশজুড়ে সেদিন নিহতের সংখ্যা ছিল ৩০২ ব্যক্তি৷

দামেস্কে গত সপ্তাহে ব্যপক সংঘর্ষের খবর পাওয়া গেলেও বার্তাসংস্থাগুলো জানাচ্ছে, বর্তমানে সেখানে অস্বাভাবিক নিরবতা বিরাজ করছে৷ শুক্রবার সেদেশের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সরকারি সেনারা দামেস্কের মিদান এলাকা থেকে ভাড়াটে বিদেশি সন্ত্রাসীদেরকে পুরোপুরি হটিয়ে দিয়েছে এবং নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করেছে৷ বলাবাহুল্য, সিরিয়ার সরকার সেদেশের গণতন্ত্রপন্থী বিদ্রোহীদেরকে ‘সন্ত্রাসী' হিসেবে আখ্যা দিয়ে আসছে৷ সেদেশের শাসকগোষ্ঠী দামেস্কে সাংবাদিকদের জন্য একটি ভ্রমণের আয়োজন করে৷ এসময় সাংবাদিকরা ফাঁকা রাস্তা, বন্ধ দোকান আর বিভিন্ন ভবনে গুলির দাগ দেখেছেন৷

এদিকে, সিরিয়ায় জাতিসংঘের পর্যবেক্ষণ মিশনের মেয়াদ শেষবারের মতো ত্রিশ দিন বাড়ানো হয়েছে৷ জাতিসংঘে ভোটাভুটিতে পর্যবেক্ষণ মিশনের মেয়াদ বাড়ানোর পক্ষে ভোট প্রদান করে সিরিয়ার মিত্র দেশ রাশিয়া এবং চীন৷ তবে এর আগে সিরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত নিরাপত্তা পরিষদে উত্থাপিত এক প্রস্তাবে ভেটো প্রদান করে দেশ দুটি৷

এআই / এএইচ (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য