সিরিয়ার আলেপ্পোয় সংঘর্ষ
২১ জুলাই ২০১২লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবার সকাল থেকে আলেপ্পোয় সরকারি সেনাদের সঙ্গে বিদ্রোহী সেনাদের সংঘর্ষ অব্যাহত রয়েছে৷ দুপুরের পর থেকে সংঘর্ষ আরো বিস্তৃত হয়েছে৷ সংঘর্ষ বৃদ্ধি পাওয়ায় আলেপ্পোর সালেহেদিন এলাকা থেকে বাসিন্দারা সরে যেতে শুরু করেছে৷ বলাবাহুল্য, সিরিয়ায় গত ১৬ মাস ধরে চলা সরকারবিরোধী আন্দোলনে এর আগে এই শহরে সংঘর্ষ এতটা বিস্তৃত হয়নি৷
এদিকে, শুক্রবার সিরিয়ায় সংঘর্ষে নিহতের মোট সংখ্যা প্রকাশ করেছে অবজারভেটরি৷ সংগঠনটির দাবি অনুযায়ী, শুক্রবার সিরিয়ায় প্রাণ হারিয়েছে ২৩৩ ব্যক্তি৷ এদের মধ্যে ১৫৩ বেসামরিক নাগরিক, ৪৩ সেনা এবং ৩৭ বিদ্রোহী রয়েছে৷ সেদেশে আন্দোলন শুরুর পর থেকে অবশ্য একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার৷ দেশজুড়ে সেদিন নিহতের সংখ্যা ছিল ৩০২ ব্যক্তি৷
দামেস্কে গত সপ্তাহে ব্যপক সংঘর্ষের খবর পাওয়া গেলেও বার্তাসংস্থাগুলো জানাচ্ছে, বর্তমানে সেখানে অস্বাভাবিক নিরবতা বিরাজ করছে৷ শুক্রবার সেদেশের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সরকারি সেনারা দামেস্কের মিদান এলাকা থেকে ভাড়াটে বিদেশি সন্ত্রাসীদেরকে পুরোপুরি হটিয়ে দিয়েছে এবং নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করেছে৷ বলাবাহুল্য, সিরিয়ার সরকার সেদেশের গণতন্ত্রপন্থী বিদ্রোহীদেরকে ‘সন্ত্রাসী' হিসেবে আখ্যা দিয়ে আসছে৷ সেদেশের শাসকগোষ্ঠী দামেস্কে সাংবাদিকদের জন্য একটি ভ্রমণের আয়োজন করে৷ এসময় সাংবাদিকরা ফাঁকা রাস্তা, বন্ধ দোকান আর বিভিন্ন ভবনে গুলির দাগ দেখেছেন৷
এদিকে, সিরিয়ায় জাতিসংঘের পর্যবেক্ষণ মিশনের মেয়াদ শেষবারের মতো ত্রিশ দিন বাড়ানো হয়েছে৷ জাতিসংঘে ভোটাভুটিতে পর্যবেক্ষণ মিশনের মেয়াদ বাড়ানোর পক্ষে ভোট প্রদান করে সিরিয়ার মিত্র দেশ রাশিয়া এবং চীন৷ তবে এর আগে সিরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত নিরাপত্তা পরিষদে উত্থাপিত এক প্রস্তাবে ভেটো প্রদান করে দেশ দুটি৷
এআই / এএইচ (এএফপি, রয়টার্স)