1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদ্রোহের মুখে আসাদ

৮ মার্চ ২০১২

আসাদ প্রশাসন থেকে নিজেকে সরিয়ে নিলেন সিরিয়ার উপ-তেলমন্ত্রী আবদো হুসামেলদিন৷ সিরিয়ার বেসরকারি প্রশাসনের এত উচ্চ পর্যায়ের কর্মকর্তার বিদ্রোহ এই প্রথম৷

https://p.dw.com/p/14H0Y
Screenshot der Seite youtube.com Syrien Vize-Ölminister Abdo Hussameddinছবি: youtube.com

তবে প্রকাশ্যে এই পদত্যাগের ঘোষণা দেওয়ার মত সাহস দেখাতে পারেন নি আবদো হুসামেলদিন৷ ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে তিনি নিজের পদত্যাগের ঘোষণা দেন৷ তাতে তিনি বলেন, ‘‘আমি আমার বর্তমান পদ থেকে পদত্যাগ করছি এবং বাথ পার্টি থেকে সরে দাঁড়াচ্ছি৷ আমি গণমানুষের বিপ্লবে যোগ দিলাম৷'' হুসামেলদিন বর্তমান সরকারকে ‘ক্রিমিনাল' বলে অভিহিত করেন৷

পেশায় প্রকোশলী ৫৭ বছরের হুসামেলদিন চীন এবং রাশিয়ার কঠোর সমালোচনা করে বলেন, তারা সিরিয়ার জনগণের বন্ধু নয় বরং হত্যাযজ্ঞের সহযোগী৷ তিনি আরও বলেন, ‘‘আমি ৩৩ বছর ধরে সরকারে আছি৷ কিন্তু আমি আমার জীবন এই অপরাধীদের সঙ্গে থেকে সমাপ্ত করতে চাই না৷'' উল্লেখ্য, গত ২০০৯ সালে আসাদ সরকারের উপ-তেলমন্ত্রী হিসেবে নিয়োগ পান হুসামেলদিন৷

আন্তর্জাতিক মানবাধিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মতে, সিরিয়ায় আসাদ সরকারের দমনাভিযানে আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য