বিদ্রোহের মুখে আসাদ
৮ মার্চ ২০১২তবে প্রকাশ্যে এই পদত্যাগের ঘোষণা দেওয়ার মত সাহস দেখাতে পারেন নি আবদো হুসামেলদিন৷ ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে তিনি নিজের পদত্যাগের ঘোষণা দেন৷ তাতে তিনি বলেন, ‘‘আমি আমার বর্তমান পদ থেকে পদত্যাগ করছি এবং বাথ পার্টি থেকে সরে দাঁড়াচ্ছি৷ আমি গণমানুষের বিপ্লবে যোগ দিলাম৷'' হুসামেলদিন বর্তমান সরকারকে ‘ক্রিমিনাল' বলে অভিহিত করেন৷
পেশায় প্রকোশলী ৫৭ বছরের হুসামেলদিন চীন এবং রাশিয়ার কঠোর সমালোচনা করে বলেন, তারা সিরিয়ার জনগণের বন্ধু নয় বরং হত্যাযজ্ঞের সহযোগী৷ তিনি আরও বলেন, ‘‘আমি ৩৩ বছর ধরে সরকারে আছি৷ কিন্তু আমি আমার জীবন এই অপরাধীদের সঙ্গে থেকে সমাপ্ত করতে চাই না৷'' উল্লেখ্য, গত ২০০৯ সালে আসাদ সরকারের উপ-তেলমন্ত্রী হিসেবে নিয়োগ পান হুসামেলদিন৷
আন্তর্জাতিক মানবাধিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মতে, সিরিয়ায় আসাদ সরকারের দমনাভিযানে আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছে৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: দেবারতি গুহ