সিরিয়ার চরকে ছাড়ল ইসরায়েল
১০ জানুয়ারি ২০২০গুপ্তচর সহ দু'জন সিরিয়ানকে মুক্তি দিল ইসরায়েল৷ বিনিময়ে তারা পেল নিখোঁজ সেনার দেহাবশেষ৷ সিরিয়ার গুপ্তচরকে মুক্তি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়ানহুর মুখপাত্র বললেন, 'এটা রাজনৈতিক শুভেচ্ছার উদাহরণ৷' এই শুভেচ্ছা বিনিময় যে সম্ভব হয়েছে, তার কারণ, রাশিয়ার মধ্যস্থতায় সমঝোতায় এসেছে সিরিয়া ও ইসরায়েল৷ সিরিয়ার গুপ্তচর সিদকি আল মক্ত সহ দু'জন মুক্তি পেলেন৷ বিনিময়ে ১৯৮২তে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের সময় নিখোঁজ সেনার দেহাবশেষ পেয়েছে ইসরায়েল৷
ইসরায়েল যে দু'জনকে ছেড়েছে, তাঁদের মধ্যে গুপ্তচর আল মক্ত ছাড়াও আছেন আমাল আবু সালাহ৷ তার বিরুদ্ধে ইসরায়েল সীমান্তে সিরিয়ান নাগরিককে হত্যার অভিযোগ ছিল৷ আল মক্ত হলেন গোল্ডেন হাইটসের বাসিন্দা, যা এখন ইসরায়েলের অধিকারে আছে৷ কিন্তু এখানের ড্রুজ সম্প্রদায়ের অনেকেই নিজেদের সিরিয় বলে মনে করেন৷ গোল্ডেন হাইটসে ২০ হাজারের বেশি ড্রুজ আছেন৷
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়ানহুর মুখপাত্র বলেছেন, ইসরায়েলের সেনার দেহাবশেষ সিরিায়া ফিরিয়ে দিয়েছে বলে রাজনৈতিক শুভেচ্ছার নিদর্শন রাখা হল৷
জিএইচ/এসজি(এএফপি, ইএফই)