1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রধান আলোচকের পদত্যাগ!

৩০ মে ২০১৬

জাতিসংঘের উদ্যোগে সিরিয়ার সরকার ও বিরোধীদের মধ্যে সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া তিন দফা শান্তি আলোচনা সফল না হওয়ায় পদত্যাগ করেছেন মোহাম্মদ আলুশ৷ তিনি সিরিয়ার প্রধান বিরোধী গোষ্ঠী এইচএনসি-র প্রধান ছিলেন৷

https://p.dw.com/p/1IwyB
Genf Friedensgespräche zu Syrien - Mohamed Alloush
ছবি: Reuters/D. Balibouse

সিরিয়ার সৌদি সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী ‘আর্মি অফ ইসলাম' এর সদস্য আলুশ৷ আন্তর্জাতিক আলোচনায় অংশ নেয়ার যথেষ্ট অভিজ্ঞতা না থাকলেও তাঁকে ‘হাই নেগোসিয়েশনস কমিটি' (এইচএনসি)-র প্রধান করা হয়েছিল৷ জাতিসংঘের উদ্যোগে হয়ে যাওয়া তিন দফা শান্তি আলোচনায় আলুশ অংশ নিয়েছেন৷ কিন্তু এসব আলোচনা ‘অসফল' হওয়ায় রবিবার পদত্যাগ করেন তিনি৷ টুইটারে আলুশ লিখেছেন, ‘‘সিরীয় সরকারের একগুঁয়েমি ও সিরিয়ার সাধারণ জনগণের উপর তাদের প্রতিনিয়ত বোমা বর্ষণের কারণে তিন দফা আলোচনা অসফল হয়েছে৷'' এছাড়া অবরোধ তুলে নেয়া, সিরিয়ায় সাহায্য পাঠানো ও বন্দি মুক্তির মতো বিষয়গুলোতে সিরিয়ার সরকারের উপর চাপ সৃষ্টিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অক্ষমতারও সমালোচনা করেন তিনি৷ আলুশ বলেন, ‘‘একের পর এক আলোচনা সিরিয়ার জনগণের ভাগ্য উন্নয়নে কোনো কাজে আসছে না৷''

উল্লেখ্য, তিন দফা আলোচনা শেষে চলতি মাসের শেষে আরও এক দফা আলোচনা হওয়ার কথা ছিল৷ কিন্তু সিরিয়ায় জাতিসংঘের শান্তি দূত স্টেফান ডি মিস্টুরা বৃহস্পতিবার জানান, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা নেই৷

সিরিয়ায় গত পাঁচ বছর ধরে চলা যুদ্ধের সমাপ্তি ঘটাতে একটি রাজনৈতিক সমাধানের লক্ষ্যে জাতিসংঘ এই শান্তি আলোচনার উদ্যোগ নিয়েছে৷ কিন্তু বিরোধী ও সরকারপক্ষ তাদের দাবিতে অনড় থাকায় আলোচনায় কোনো অগ্রগতি হয়নি৷ বিরোধী পক্ষের দাবি, শান্তি চুক্তিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে৷ তবে সরকার পক্ষের আলোচকরা বলছেন, প্রেসিডেন্ট হিসেবে আসাদের ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা হবে না৷

সিরিয়ার যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় দুই লক্ষ ৮০ হাজার জন৷ গৃহহীণ হয়েছে কয়েক লক্ষ মানুষ৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)

সিরিয়ার সমস্যা সমাধানের উপায় কী? জানাতে পারেন নীচে মন্তব্যের ঘরে...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান