1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় রাশিয়ার ভূমিকার সমালোচনা

২ অক্টোবর ২০১৫

সিরিয়ায় রাশিয়া ও ইরানের তৎপরতা বাড়ছে৷ বাশার আল-আসাদের প্রশাসনকে শক্তিশালী করাই তাদের উদ্দেশ্য বলে অভিযোগ উঠছে৷ জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস-এর বদলে সিরীয় বিদ্রোহীদের উপরই বেশি হামলা চালানো হচ্ছে৷

https://p.dw.com/p/1Ghiv
ছবি: imago/ITAR-TASS

@dwnews - Digital detectives seek answers in Russian airstrikes

- সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযান ৩ থেকে ৪ মাস ধরে চলবে: সংসদের পররাষ্ট্র কমিটির প্রধান৷

- রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন তাঁর প্যারিস সফরে সিরিয়া নিয়ে আলোচনা করবেন৷

- জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্স, কাতার, সৌদি আরব, তুরস্ক, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে যৌথভাবে সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানের কড়া সমালোচনা করেছে৷

- লেবাননের কিছু সূত্র অনুযায়ী, আসাদ প্রশাসনকে সহায়তা করতে ইরানের বেশ কয়েক'শ সৈন্য সিরিয়ায় এসে পৌঁছেছে৷

- সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার জাতিসংঘে ভাষণ দেবেন৷

মতবিরোধ সত্ত্বেও রাশিয়া ও অ্যামেরিকার মধ্যে সংলাপ চালু রয়েছে৷ সিরিয়ায় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে৷

Karte Russische Präsenz und Luftangriffe in Syrien englisch

শুধু রাশিয়া নয়, আসাদের প্রতি পশ্চিমা শক্তিগুলিও কি নরম মনোভাব দেখাতে শুরু করেছে? রাফিফ জুজেতি সেই প্রশ্ন তুলেছেন৷

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য আসাদের প্রতি নেতিবাচক মনোভাব পরিবর্তন করছে না বলে দাবি করছে৷

আসাদ প্রশাসন, বিদ্রোহী, আইসিস এবং সেই সঙ্গে বিদেশি শক্তিগুলির হামলার ফলে সিরিয়ার সাধারণ মানুষ একেবারে কোণঠাসা৷ ‘দ্য ইকোনমিস্ট' পত্রিকা সিরিয়ার জনসংখ্যার এক করুণ চিত্র তুলে ধরেছে৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য