সীমান্তে হত্যা বন্ধে বাংলাদেশ সরকারকেই উদ্যোগ নিতে হবে: ভারত
৮ জুন ২০১১এদিকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস বলেছেন রাজনৈতিক পর্যায়ের সিদ্ধান্তের পরই তিস্তার পানি বন্টনসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে৷
তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকা এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব নিরুপমা রাও৷ তাঁর এই সফরের উদ্দেশ্য বাংলাদেশ-ভারতের মধ্যে ঝুলে থাকা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সমাধানের পথ তৈরি করা৷
সফরের প্রথমদিনেই দু'দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সীমানা চিহ্নিত করা, তিস্তার পানি বন্টন, ট্রানজিট আর ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে আলোচনা হয়৷
বৈঠক শেষে রাতে এক যৌথ সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব জানান বাংলাদেশের উন্নয়নে তাঁর সরকার সবধরনের সহায়তা দেবে৷ নেপাল ও ভুটানে যেতে ভারতের ভূখন্ড ব্যবহার করতে দেয়া হবে বাংলাদেশকে৷ তিনি বলেন সীমান্ত হত্যা বন্ধ করতে হলে অবশ্যই বাংলাদেশের নাগরিকদের সীমান্ত অতিক্রম বন্ধে উদ্যোগ নিতে হবে এদেশের সরকারকে৷ তাঁর মতে যারা নিহত হন তাদের মধ্যে নিরীহ লোক থাকলেও অধিকাংশই অপরাধী৷
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস বলেন, রাজনৈতিক সিদ্ধান্তের আগে তিস্তার বানি বন্টন, সমূদ্র সীমাসহ আরো কয়েকটি বিষয়ে বিস্তারিত বলতে অপরাগতা জানিয়েছে ভারত৷
নিরুপমা রাও জানান, এবছরের শেষ দিকে ঢাকা সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ তখন দু'দেশের মধ্যে ঝুলে থাকা ইস্যুগুলোর সমাধান হবে বলে আশা করেন তিনি৷
ব্রিফিংয়ের পর ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠক করেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: জাহিদুল হক