সু চি-র বিচার, সরব বিশ্ব
সোমবার মিয়ানমারের রাজধানীতে শুরু হয়েছে অং সান সু চি-র বিচার। মঙ্গলবারও অন্য একটি মামলায় শুনানি হবে তার।
ওয়াকি-টকি কেস
সোমবারের মামলায় জুন্টা সরকার আদালতকে জানিয়েছে, বিদেশ থেকে বেআইনি ভাবে ওয়াকি-টকি এনেছিলেন সু চি। এ ছাড়াও তার বিরুদ্ধে অতিমারি আইনে মামলা হয়েছে। করোনার সময় তিনি ভোটের প্রচার করেছিলেন।
চার মাস পর বিচার
চার মাস আগে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনা। সু চি-কে গ্রেপ্তার করা হয়। এতদিন পর তার বিচার শুরু হলো।
জুন্টা আদালতে বিচার
সেনা জুন্টার আদালতেই বিচার শুরু হয়েছে সু চির। তার বিরুদ্ধে আরো অভিযোগ দায়ের করা হয়েছে। দেশের গোপন তথ্য বিদেশে পাচার করার অভিযোগ দায়ের হয়েছে। অর্থ তছরুপ এবং বেআইনি সোনা রাখার অভিযোগও করা হয়েছে।
দেশ জুড়ে বিক্ষোভ
সু চি গ্রেপ্তার হওয়ার পরেই দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়েছিল। বহু মানুষের প্রাণ গিয়েছিল। সু চি-র বিচার শুরু হওয়ার পরেও দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভে ইন্ধন জোগানোর অভিযোগ আনা হয়েছে সু চি-র বিরুদ্ধে।
এনএলডি-র উপর কোপ
সু চি-র দলের নাম এনএলডি। সু চি-র বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়ায়, তার দল আপাতত সরকার চালাতে পারবে না। নির্বাচনেও লড়াই করতে পারবে না।
অভিযোগ অস্বীকার
সু চি-র আইনজীবীরা আদালতে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। সু চি-কে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।
আন্তর্জাতিক চাপ
জাতিসংঘ প্রথম থেকেই সু চি-র মুক্তির দাবি করছে। হিউম্যান রাইটস ওয়াচ সু চি-র বিচার প্রক্রিয়াকে অর্থহীন বলে চিহ্নিত করেছে।
বানানো মামলা
আন্তর্জাতিক মহলের বক্তব্য, সু চি-র বিরুদ্ধে প্রতিটি মামলাই সাজানো। তাকে গ্রেপ্তার করার জন্যই অভিযোগ গুলি দায়ের করা হয়েছে।